Friday, June 21, 2013

চলার সময় চার্জ হবে বৈদ্যুতিক গাড়ি

নতুন প্রযুক্তিতে রাস্তায় চলার সময়ই বৈদ্যুতিক গাড়ি স্বয়ংক্রিয়ভাবে চার্জ হবেপ্রযুক্তি সংবাদবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল জানিয়েছে, সুইডেনের ভলভো গ্রুপ একটি প্রকল্পের আওতায় চলার সময় বৈদ্যুতিক গাড়ি চার্জ করার উপযোগী একটি রাস্তা তৈরি করেছে

স্বয়ংক্রিয়ভাবে চার্জ হওয়ার এই প্রক্রিয়ায় রাস্তার উপর দুটি বৈদ্যুতিক লাইন বসানো হয়ফলে বৈদ্যুতিক গাড়ি রাস্তাটি দিয়ে চললেই চার্জ হবেসম্প্রতি ভলভো গাড়ি চার্জ হওয়ার এই প্রক্রিয়া পরীক্ষা সম্পন্ন করেছে

ভলভোর কর্মকর্তারা বলছেন, কয়েক বছর ধরে গবেষণায় তারা বৈদ্যুতিক কালেক্টর, বৈদ্যুতিক মোটর, নিয়ন্ত্রণ পদ্ধতি এবং রাস্তা নির্মাণ মেরামত করেছেনএই প্রক্রিয়ায় কোনো ব্যাটারি ব্যবহার করতে হয় নাফলে দীর্ঘপথ পাড়ি দেওয়া যাবে সহজেই

ভলভোর সঙ্গে যুক্ত থেকেছে সুইডেনের পাওয়ার কোম্পানি অ্যালস্টমআর সহযোগিতায় থেকেছে সুইডেনের এনার্জি এজেন্সি


0 মন্তব্য:

Post a Comment

Recent Posts

`
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More