This is default featured post 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured post 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured post 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured post 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured post 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Wednesday, December 30, 2009

Bing ব্যবহার না করায় মাইক্রোসফট কর্মকর্তা চাকুরীচ্যুত

সম্প্রতি মাইক্রোসফটের একজন চাকরিজীবি মাইক্রোসফটের সার্চ ইঞ্জিন Bing এর প্রতি ‘আগ্রহী না হওয়ায়’ তাকে চাকরিচ্যুত করেছেন সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিভ বলমার।


যিনি চাকরিচ্যুত হারিয়েছেন তিনি দাবি করেছেন, বিং সম্পর্কিত একটি আলোচনায় শুধুমাত্র এর প্রতি খুব একটা আগ্রহ না দেখানোর কারণেই তাকে চাকরিচ্যুত করেছেন ক্ষিপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিভ বলমার।স্টিভ বিং বিষয়ক আলোচনায় বেশ উত্তেজিত কণ্ঠেই এর বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলেন। তখন তিনি সে আলোচনায় অংশগ্রহণকারী অন্যদেরও বিং নিয়ে কথা বলতে বলেন। সেসময় চাকরি হারানো ঐ ব্যক্তি বিং সম্পর্কে খুব একটা আগ্রহী নন এমন কথা বলেন। এর ফলে তৎক্ষণাৎ তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।

কৃত্রিম লোহিত রক্ত কণিকা আবিস্কার করলো বিজ্ঞানীরা


সম্প্রতি রক্তের লোহিত কণিকার মতো কাজ করতে সক্ষম এমন একটি উপাদান তৈরি করেছেন বিজ্ঞানীরা। মিসিগান বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের সহায়তায় শান্তা বারবারার বিজ্ঞানীরা এ ধরনের উপাদান আবিষ্কার করেছেন। নমনীয় এ উপাদানটি রক্তের লোহিত কণিকার মতোই অক্সিজেন পরিবহন করতে পারে। এর মূল উপাদান পলিমার।

2309 blood 450 কৃত্রিম লোহিত রক্ত কণিকা আবিস্কার করলো বিজ্ঞানীরা | Techtunes

প্রাকৃতিক লোহিত কণিকার প্রধান কাজই হচ্ছে শরীরের অক্সিজেন রক্ত স্রোতের সহায়তায় পরিবহন করা। কৃত্রিমভাবে বানানো লোহিত কণিকাও এ কাজটি খুব ভাল ভাবে সম্পন্ন করতে পারে বলেই এর গবেষকরা জানিয়েছেন।গবেষকদের বরাতে সংস্থাটি জানিয়েছে, এমন কণিকা তৈরির প্রচেষ্টা আগেও নেয়া হয়েছিলো। তবে সে কণিকার আয়ু ছিলো অনেক কম, কেবল ঘন্টাখানেক। জানা গেছে, নতুন বানানো এই কণিকাকে দেহে প্রবেশ করানোর এক সপ্তাহ পরেও এর অক্সিজেন পরিবহন ক্ষমতার নব্বই শতাংশ অক্ষুন্ন ছিলো।রোগ নির্ণয় ও রোগ নিরাময় এই উভয় ক্ষেত্রে নতুন সম্ভাবনা উন্মুক্ত করবে বলে বিজ্ঞানীরা আশা প্রকাশ করেছেন।

সমীর এবং তার গবেষক দল এ ধরনের কণিকা তৈরি করার জন্য প্রথমে চাকা আকৃতির পলিমারের তৈরি টেমপ্লেট প্রস্তত করেন। পরে ৯ পরতের হিমগ্লোবিনসহ অন্যান্য প্রোটিনে আবৃত করে ভেতরের টেমপ্লেটটি অপসারণ করা হয়। সমন্বিত এই কণাটির আকার আকৃতি ও নমনীয়তা একই থাকে। জানা গেছে, প্রাকৃতিক লোহিত রক্ত কণিকার মতো একই পরিমাণে অক্সিজেন পরিবহন করতে পারে এটি।

প্রাইভেসি ভঙ্গের দ্বায়ে ফেসবুকের বিরোদ্ধে মামলা


logo facebook এবার  জোটবেঁধে ফেসবুকের বিরোদ্ধে মামলা | Techtunes

নতুন প্রাইভেসি সেটিংস কার্যকর করার পর জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম ফেসবুকের বিরুদ্ধে সমালোচনা ঝড় ওঠে ইন্টারনেট জগতে। একই কারণে এবার ফেসবুকের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশনে মামলা দায়ের করা হয়েছে। জানা গেছে, যুক্তরাষ্ট্রের দশটি প্রাইভেসি গ্রুপ জোটবেধে ফেসবুকের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, মামলা দায়েরকারী গ্রুপগুলো তাদের দায়েরকৃত অভিযোগে জানিয়েছে, নতুন প্রাইভেসি সেটিংস ব্যবহারকারীদের বিভিন্ন তথ্য সবার জন্য উন্মুক্ত করে দিতে পরোক্ষভাবে উৎসাহিতই করছে।

উল্লেখ্য, ফেসবুক কিছুদিন আগে তাদের ৩৫০ মিলিয়ন ব্যবহারকারীর প্রাইভেসি সেটিংসে পরিবর্তন আনে যাতে ব্যবহারকারীরা তাদের বিভিন্ন তথ্যের উপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে পারে। এর ফলে ব্যবহারকারীর প্রকাশ করা কোন তথ্য কে কে দেখতে পাবে তাও নির্ধারণ করে দেয়া সম্ভব হয়।

সম্প্রতি গুগল ফেসবুক স্ট্যাটাসগুলো তাদের সার্চ ইঞ্জিনে অন্তর্ভুক্ত করবে বলে ঘোষণা দেয়ার পরপর প্রাইভেসি সেটিংসে এই পরিবর্তন আনার বিষয়টিই অনেক বিশেষজ্ঞের সমালোচনার মূল কারণ হিসেবে সংবাদমাধ্যমটিতে প্রকাশিত হয়েছে।জানা গেছে, এর আগে সংবাদ সংস্থা এমএসএনবিসি’র এক প্রতিবেদক জানিয়েছেন, নতুন প্রাইভেসি সেটিংস কার্যকর করার পর স্বয়ংক্রিয়ভাবে তার প্রোফাইল ও যাবতীয় তথ্য সবার সামনে উন্মুক্ত হয়ে গিয়েছিলো, যা পরে তাকে নিজ হাতে পরিবর্তন করতে হয়েছিলো।

মামলা দায়েরকারী প্রাইভেসি গ্রুপগুলোর অভিযোগ হলো, ফেসবুক ব্যক্তিগত তথ্যের উপর ব্যবহারকারীর নিয়ন্ত্রণের সুবিধা দিলেও কৌশলে সবার সামনে তথ্য উন্মুক্ত করে দেয়ার ব্যবস্থাও করে দিয়েছে।

মামলাটি দায়ের করা হয়েছে মূলত ইলেকট্রনিক প্রাইভেসি ইনফরমেশন সেন্টারের পক্ষ থেকে। তবে, মামলার কাগজপত্রে আরো নয়টি বিভিন্ন প্রাইভেসি গ্রুপের স্বাক্ষর ছিলো। তাদের মূল অভিযোগ হচ্ছে, ফেসবুক তাদের ব্যবহারকারীদের তথ্যের গোপনীয়তায় অন্যায় হস্তক্ষেপ করছে, যার ফল ভোগ করতে হচ্ছে ব্যবহারকারীদের। ওই অভিযোগে আরো উল্লেখ ছিলো, প্রাইভেসি সেটিংস এ পরিবর্তন আনার আগে কোনো ঘোষণা বা অনুমতিও নেয়নি ফেসবুক।

উল্লেখ্য, ফেসবুকের নতুন প্রাইভেসি সেটিংস ব্যক্তিগত তথ্যাদির ক্ষেত্রে এতোটাই হুমকির হয়ে ওঠে যে, এর ফলে স্বয়ং ফেসবুক প্রতিষ্ঠাতার মার্ক জুকারবার্গের ব্যক্তিগত তথ্যাদিও উন্মুক্ত হয়ে গিয়েছিলো। মার্ক তার ফেসবুক প্রোফাইলে সংরক্ষিত ব্যক্তিগত ছবি বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হতে দেখে বিস্মিত হন এবং পরবর্তীতে নিজেই আবারো নতুন প্রাইভেসি সেটিংস এর পরিবর্তন করেন, যা ইন্টারনেটে ফেসবুকের সমালোচনাকে বহুগুণ বাড়িয়ে দেয়।

-বিডিনিউজ

প্রভাব খাটানোর অভিযোগে ইন্টেল এর বিরোদ্ধে মামলা


intel logo2 788146 প্রভাব খাটানোর অভিযোগে ইন্টেল এর বিরোদ্ধে মামলা | Techtunes
বাজারে প্রভাব খাটিয়ে অন্যান্য প্রতিযোগী প্রতিষ্ঠান ও নতুন প্রতিষ্ঠানগুলোকে দমিয়ে রাখার অভিযোগ এসেছে বিশ্বের এক নম্বর মাইক্রোপ্রসেসর কোম্পানি ইনটেলের বিরুদ্ধে। এই অভিযোগটি এনেছে যুক্তরাষ্ট্র সরকারের ফেডারেল ট্রেড কমিশন । অভিযোগে বলা হয়েছে, ইনটেল অন্যান্য প্রতিষ্ঠানের কর্মক্ষমতা আর কার্যকারিতা কমিয়ে দিচ্ছে। অপরদিকে ইনটেল এফটিসির এই মামলাকে বর্ণনা করেছে ‘মিসগাইডেড’ বলে।

জানা গেছে, নভেম্বর মাসে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান এএমডি বা আ্যাডভান্স মাইক্রো ডিভাইসের সাথে ১.২৫ বিলিয়ন ডলারের  একটি চুক্তি করে ইনটেল। এতে এএমডির সঙ্গে তাদের প্রতিদ্বন্দ্বিতার অবসান ঘটে। এই ঘটনায় এএমডির শেয়ারের দাম শতকরা ৫.২ ভাগ বেড়েছে। আর  ইনটেলের শেয়ারের দাম কমেছে শতকরা ০.৭ ভাগ।

এই মামলাটি করা হয়েছে যাতে করে ইনটেল বাজার ধরে রাখতে হুমকি, অন্যান্য প্রতিষ্ঠানের অফিসারদের উস্কানি, প্রতিযোগিতার ক্ষতি বা অন্য কোন অসৎ কাজ করতে না পারে। এফটিসির অভিযোগে আরো বলা হয়েছে, ইনটেল হুমকি ও পুরস্কার দুটোর ব্যবস্থাই রেখেছে তাদের বাজার ধরে রাখার জন্য।

-বিডিনিউজ

Thursday, December 24, 2009

কোন প্রসেসর এর স্পীড কেমন? দেখে নিন

 আমাদের দেশে কম্পিউটার ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বাড়ছে, সেই সাথে আসছে নিত্যনতুন প্রসেসর। কম্পিউটার কেনার পেছনে সবারই একটা উদ্দেশ্য থাকে। কেউ অফিসিয়াল ব্যবহারের জন্য, আবার কেউ গেম খেলার জন্য। আমরা যখন কম্পিউটার কিনতে যাই, আমরা জানিনা যে কোন প্রসেসরটা আমাদের জন্য ভালো হবে। এর জন্য আমাদেরকে অনেকাংশে বিক্রেতাদের উপর নির্ভরশীল হতে হয়। সবচেয়ে ভালো হয় আমরা যদি আগে থেকে কোন প্রসেসর কোন ক্ষেত্রে ব্যবহারের জন্য উপযোগী সেটা জেনে নেই।

নিচে কিছু প্রসেসরের নামসহ তাদের স্পীড এবং কি কাজের জন্য উপযোগী তা দেয়া হলো-

processor

ডাউনলোড করুন বাংলা গল্পের বই, উপন্যাস, কবিতা, শিশুতোষ বই

আমরা জানি বিশ্বের বিভিন্ন দেশে অনলাইনে বই কেনার ব্যবস্থা আছে। যেমন- amazon.com ইত্যাদি। বাংলাদেশেও boi-mela.com নামে সেরকম একটা অনলাইন বইয়ের দোকান চালু হয়েছে। যার মাধ্যমে ঘরে বসেই কিনতে পারবেন আপনার পছন্দের বইটি। এখানে কয়েক হাজার বইয়ের সমাহার রয়েছে। এতে রয়েছে দেশের স্বনামধন্য লেখকদের রচিত, নামি-দামী বিভিন্ন প্রকাশনা সংস্থার প্রকাশিত নানা ধরনের বইয়ের সংগ্রহ। নতুন বই বাজারে আসামাত্রই তা পোর্টালটিতে হালনাগাদ করা হয়। নতুন প্রকাশিত বইয়ের পরিচিতি এবং ছবি দেখা যাবে এই সাইটে।


Boi-mela

এখানে অনেকগুলো বই আছে যেগুলো ফ্রি পড়া যায় এবং ডাউনলোড করা যায়। এর একটা ভালো দিক হলো, বইয়ের লেখক এবং প্রকাশকদের আলাদা তালিকা রয়েছে। তাই আপনি খুব সহজেই আপনার প্রিয় লেখকদের বইগুলো খুঁজে বের করতে পারবেন। এছাড়া বইগুলোর রয়েছে আলাদা বিভাগে বিভক্ত। যেমন- গল্প, প্রবন্ধ, কবিতা, ইতিহাস, মুক্তিযুদ্ধ বিষয়ক, উপন্যাস, শিশুতোষ রচনা, ইত্যাদি।

এছাড়াও সার্চ অপশনের মাধ্যমে আপনি আপনার প্রিয় লেখক অথবা প্রকাশনী অথবা বইয়ের নাম দিয়ে সার্চ করলে পেয়ে যাবেন আপনার কাংখিত বইটি। সবকিছু মিলিয়ে পোর্টালটি বেশ ভালো।আশা করি আপনাদেরও ভালো লাগবে পোর্টালটি।

পোর্টালটির আড্রেসঃ www.boi-mela.com

কম্পিউটারও কথা বলবে

কম্পিউটারে আপনি কোন কাজ কখন করছেন, তা শোনতেও পাবেন। এ জন্য লাগবে শুধুমাত্র উইন্ডোজ এক্সপি আর স্পিকার, যা সবার আছে। প্রথমে Start মেন্যু থেকে Run এ ক্লিক করুন। এখন narrator লিখুন। এবার OK চাপুন। দেখবেন আপনার মাউস এবং কি-বোর্ডের কাজগুলো স্পিকারে শুনা যাচ্ছে।
computer

ইংরেজি ছাড়াও অন্য ভাষায় লেখা যাবে ওয়েব ঠিকানা

ইংরেজি ছাড়াও অন্যান্য ভাষায় ওয়েবসাইটের ঠিকানা বা ডোমেইন নাম লেখার বিষয়টি অবশেষে অনুমোদন পেয়েছে।৪০ বছর আগে ইন্টারনেট চালু হওয়ার পর এটাকেই সবচেয়ে বড় পরিবর্তন বলেমনে করছেন পর্যবেক্ষকেরা। গত শুক্রবার দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে ডোমেইন নাম বরাদ্দকারী মার্কিন প্রতিষ্ঠান ইন্টারনেট করপোরেশন ফর অ্যাসাইনড নেমস অ্যান্ড নাম্বারসের (আইসিএএনএন) বার্ষিক সভায় বিষয়টি অনুমোদন পায়। এর ফলে ইংরেজিসহ আরবি, কোরীয়, জাপানি, গ্রিক ও হিন্দি ভাষায় ডোমেইন নাম লেখা যাবে। ইন্টারন্যাশনালাইজড ডোমেইন নেমসের (আইডিএনএস) এই পরিকল্পনাটি গত বছরের জুন মাসে পরীক্ষার জন্য অনুমোদন করা হয়। এর পর থেকেই এর পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়। অবশেষে এই পরীক্ষামূলক অনুমোদনের দুই বছর পর তা পূর্ণাঙ্গভাবে অনুমোদন করা হয়েছে। আগামী বছরের মাঝামাঝি থেকে আইডিএনএস অন্যান্য ভাষার ডোমেইন চালু করার ব্যাপারটি শুরু করবে।


যদিও চীন ও থাইল্যান্ডে অনেক দিন ধরেই নিজস্ব ভাষায় ডোমেইন লেখার কাজটুকু হয়েছিল; তবে এত দিন সারা বিশ্বে কম্পিউটারের ব্যবহারের ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে এর অনুমোদন ছিল না। আইসিএএনএনের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা রড বেকস্ট্রম বলেন, এই পরিবর্তনের বিষয়টি অনুমোদিত হওয়ার ফলে ইংরেজি ছাড়া অন্য ভাষায় ডোমেইন নাম-সুবিধা পাবেন ব্যবহারকারীরা। আগামী বছরের মাঝামাঝিতে অন্য ভাষার ডোমেইন নাম-সুবিধা দেওয়া সম্ভব হবে। তিনি জানান, বিশ্বজুড়ে এখন ১৬০ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করে। তাদের অর্ধেকেরও বেশি ইংরেজি ছাড়া অন্য ভাষাভাষির মানুষ। তাদের জন্য অন্য নামে ডোমেইন নাম চালু করার ফলে চলতি সময়ের চেয়ে ইন্টারনেটের ব্যবহারের ব্যাপ্তি ভবিষ্যতে আরও বাড়বে।

আপনার কম্পিউটারকে পেনড্রাইভ ভাইরাস থেকে রক্ষাকরুন

পেনড্রাইভের মাধ্যমে ভাইরাস ছড়ায়। এটা আমরা সবাই জানি। এর কারণ হচ্ছে, আমাদের কম্পিউটারের ড্রাইভ অটোপ্লে চালু থাকে। ফলে পেনড্রাইভ ঢুকানোর সাথে সাথে ভাইরাস চালু হয়ে যায়। এ সমস্যা সমাধান(অটোপ্লে বন্ধ করার) করার পদ্ধতি হচ্ছে-





- প্রথমে উইন্ডোজের Start বাটন থেকে Run-এ যান এবং টাইপ করুনঃ  gpedit.msc  এবার  ok দিন।


- এবার Group Policy -এর উইন্ডোজ আসবে।
- Group Policy -এর ডান/বাম পেন (ডানে এক ক্লিক আর বামে হলে দুই ক্লিক) থেকে নির্বাচন করুন যথাক্রমেঃ   Local Computer Policy > Computer Configuration > Administrative Templates > System


1


- এবার ডান পেনে  Setting-এর নিচ থেকে ৬ নং Option-টিতে(Trun off Autoplay) ডাবল ক্লিক করুন।
2



* এবার Trun off Autoplay Properties আসবে।
*  Trun off Autoplay Properties-এ  Enable রেডিও বাটন সিলেক্ট করুন এবং নিচে Turn off Autoplay on: মেনু থেকে All drives সিলেক্ট করে, ok দিন।
* Group Policy- থেকে বের হয়ে কম্পিউটার  Restart দিন।



ব্যাস হয়ে গেল। এখন আর কোন ড্রাইভ Autoplay করবে না। সুতরাং, পেনড্রাইভ ঢুকালে ভাইরাস চালু হবে না। এখন আপনার প্রয়োজন মত Explore করে পেনড্রাইভের ভাইরাস নিজেই ডিলিট করুন এবং ভাইরাস মুক্ত থাকুন।

Saturday, November 21, 2009

যারা রাতে ঘুম থেকে উঠে পানি খান তাদের জন্য সুখবর!!!

রাতে অন্ধকারে ঘুমের ঘোরে বিছানার পাশে অথবা টেবিলে ঢেকে রাখা গ্লাস থেকে পানি খেতে গিয়ে যারা অসাবধানে গ্লাসটিই ফেলে দিয়েছেন, দেখতে না পেয়ে; তাদের জন্য একটা সুখবর আছে। সুখবরটা হলো এবার তাদের জন্যই এসেছে লাইটকাপ! বিষয়টি আরো একটু পরিস্কার করেই বলি। লাইটকাপ হচ্ছে একইসঙ্গে একটি পানীয় পানের কাপ এবং নাইট লাইট, যেটি অন্ধকারে আপনাআপনিই জ্বলে ওঠে এবং খুবই মৃদু আলো ছড়ায়।






এ কাপের তলার আছে আলো বিষয়ক সরঞ্জামাদি। একটি গোলাকৃতি কয়েন দিয়ে এটি চালু করা হয়। এর পর থেকে এটি আলো কমে গেলেই আপনাআপনি জ্বলে ওঠে। এর ভেতরের ইলেকট্রনিক অংশটি একটি ভালভের মাধ্যমে পানি ধারক অংশ থেকে আলাদা করা আছে।

উল্লেখ্য, একের ভেতরে দুই এই নাইটলাইট এবং কাপ মিলে লাইটকাপ প্রস্তুতকারী কোম্পানিটি জানিয়েছে এটি নাকি ডিশওয়াসারেও ধোয়া যাবে।

এই লাইটকাপটির দাম ধরা হয়েছে ৯.৫ পাউন্ড।


বিশ্বের প্রযুক্তির আলোচিত নয়টি ‘ভুল ভবিষ্যদ্বাণী’!

আসন্ন ভবিষ্যতে কী ঘটতে যাচ্ছে তার সাথে আমাদেরকে আগেভাগে পরিচয় করিয়ে দেয় ‘ভবিষ্যদ্বাণী’। প্রযুক্তি ক্ষেত্রে যে পূর্বাভাসটি দেয়া হয় যদি তার উল্টোটি ঘটে তবে কেমন লাগবে আপনার! প্রযুক্তি বিশেষজ্ঞ আর হর্তাকর্তাদের এরকম পূর্বাভাস এখন পাঠকদের কাছে কেবল কৌতুক মাত্র। আজ আপনাদেরকে বিশ্বের বিভিন্ন সময়ে প্রযুক্তি জগতের আলোচিত দশটি বাজে ভবিষ্যদ্বাণী কথা বলবো।

১) আই পডের মৃত্যু



















২০০৫ এর ফেব্রুয়ারিতে টেলিগ্রাফ পত্রিকায় দেয়া এক সাক্ষাৎকারে আমস্টার্ড এর প্রতিষ্ঠাতা স্যার অ্যালেন মাইকেল সুগার ভবিষ্যদ্বাণী করেন যে, আসছে ক্রিসমাসেই আইপডের মৃত্যু ঘটবে। এটি ব্যবহারহীন, অকেজো হয়ে যাবে। ঘটনাক্রমে আমস্টার্ড আর অ্যাপলের মধ্যে সে সময় চলছে হাড্ডহাড্ডি প্রতিযোগিতা। ভবিষ্যদ্বাণীর ঠিক উল্টো ঘটনাটি ঘটেছে। অক্টোবরের মধ্যেই আইপড রেকর্ড পরিমাণ বিক্রি হয়। এগারো মিলিয়নেরও বেশি আইপড বিক্রি করে নির্মাতা প্রতিষ্ঠান। যা আগের বছরের চেয়ে শতকরা আট ভাগ বেশি।


২) গৃহে ব্যবহারের জন্য কম্পিউটারের প্রয়োজন নেই


১৯৭৭ সালে ডিজিটাল ইকুয়িপমেন্ট কর্পোরেশনের প্রতিষ্ঠাতা ওসলেন গৃহে কম্পিউটারের ব্যবহার নিয়ে এমন মন্তব্য করেন। তবে এধরণের মন্তব্য তিনিই প্রথম করেননি। তারও আগে ১৯৪৩ সালে আই বি এম চেয়ারম্যান টমাস ওয়াটসন ভবিষ্যদ্বাণী করেন যে, সারা বিশ্বে মাত্র পাঁচটি কম্পিউটারের বাজার সম্ভাবনা রয়েছে। নব্বইর দশকের শেষদিকে ওরাকল এর সি ই ও লেরি এলিসন পিসি’কে অপ্রয়োজনীয় ডিভাইস হিসেবে অভিহিত করেন।


৩) ৬৪০ কিলোবাইটের বেশি জায়গার প্রয়োজন নেই





১৯৮১ সালে বিল গেটস দাবি করেন পার্সোনাল কম্পিউটারে ৬৪০ কিলোবাইটের বেশি মেমরির কোন প্রয়োজন নেই। অবশ্য ১৯৯৬ সালে ব্লুমবার্গ বিজনেস নিউজের সাথে এক সাক্ষাৎকারে তার এই মন্তব্য অস্বীকার করেন। মন্তব্যটি সম্বন্ধে গেটস বলেন, “আমি বোকামো কিংবা ভুল বলেছিলাম তা নয়। কম্পিউটার সম্বন্ধে ধারণা নেই এমন কারো পক্ষেই এই ধরনের মন্তব্য করা সম্ভব।” এ সম্বন্ধে বিল গেটসের সক্ষাৎকারের কিছু অংশ তুলে ধরা হল।

“কম্পিউটারকে আরো কার্যকরী করতে এবং তার উন্নত সফটওয়্যারের জন্য বাড়তি মেমরির প্রয়োজন হয়। মূলত প্রতি দু বছর অন-রই মূল ধারার সফটওয়্যারগুলো পূর্বের তুলনায় মেমরির দ্বিগুন স্থান দখল করে নিচ্ছে।"

“১৯৮১ সালে যখন আই বি এম কোম্পানির পিসি বাজারে আসে তখন অনেকে মাইক্রোসফটের সমালোচনা করে। সে সময় বলা হয় ৬৪ কিলোবাইট মেমরি আর আট বিটের কম্পিউটারই জগতে চিরকাল বিরাজ করবে। এসময় অপচয়ের অভিযোগ এনে অনেকে আমাদের সমালোচনা করেছিল।"

“তবে মাইক্রোসফট এর সাথে ভিন্নমত পোষণ করেছিল। আমরা এখন জানি ৬৪০ কিলোবাইট মেমরির ১৬ বিট কম্পিউটার টিকতে পেরেছিল মাত্র চার থেকে পাঁচ বছর। ৬৪০ কিলোবাইট মেমরিই যথেষ্ট -এমন একটি ভিত্তিহীন উক্তি আমার বলে চালিয়ে দেয়া হচ্ছে। যার কোন প্রমাণ নেই। এটি একটি গুজব যা বার বার ব্যবহার করা হচ্ছে।"


৪) টিভি টিকে থাকবে না




আজকের টিভি ভক্তদের জন্য এটি একটি মজার কৌতুক বলা যেতে পারে। ১৯৪৬ সালে ডেরিল জানুক বলেন, টেলিভিশন বেশিদিন টিকবে না, কারণ একটি প্লাইউডের বাক্সের দিকে প্রতি রাতে তাকিয়ে থাকা দর্শকের কাছে একঘেয়েমির কারণ হয়ে দাড়াবে। হলিউডের প্রভাবশালী এই ব্যক্তিত্ব ছিলেন অস্কার বিজয়ী প্রযোজক,পরিচালক, অভিনেতা, চিত্র নাট্যকার ও স্টুডিও নির্বাহী।

১৮০ টি বৈজ্ঞানিক আবিষ্কারের পেটেন্টধারী আমেরিকান বিজ্ঞানী লী ডি ফরেস্ট ১৯২৬ সালে টেলিভিশন নিয়ে যে মন্তব্য করেন তাও বেশ চমকপ্রদ। তিনি বলেন, “ধারণাগতভাবে টেলিভিশন হয়তোবা গ্রহণযোগ্য হতে পারে। কিন্তু আর্থিক ও বাণিজ্যিক সম্ভাব্যতার বিচারে টেলিভিশন অসম্ভব একটি ধারণা যা নিয়ে স্বপ্ন দেখে আমাদের খুব কম সময় অপচয় করা উচিৎ"।

৫) এর চেয়ে বড় কোন বিমান আর তৈরি হবে না



১৯৩৩ সালে মাত্র দশ জন যাত্রী বহনযোগ্য বোয়িং ২৪৭ নামে বিমানটি তৈরির পর এর প্রকৌশলী গর্ব করে বলেছিলেন, “ এর চেয়ে বড় আর কোন বিমান তৈরি হবে না"।

একইভাবে মারেকাল ফার্দিনান্দ ফক নামের অধ্যাপক ১৯০৪ সালে বলেন “ উড়োজাহাজ একটি মজার খেলনা হতে পারে, তবে সামরিক বিবেচনায় এর কোন মূল্য নেই"।


৬) স্পাম সমস্যার সমাধান




ই-মেইল ব্যবহারকারীদের জন্য স্পাম একটি বিরক্তিকর সমস্যার নাম। ২০০৪ সালের জানুয়ারিতে বিল গেটস ঘোষণা দিয়েছিলেন স্পাম ই-মেইল মেসেজ সমস্যা দুই বছরের মধ্যেই সমাধান করা হবে।

মাইক্রোসফট চেয়ারম্যান বলেন তারা তিনটি উপায়ে এই সমস্যা সমাধানের জন্য কাজ করছেন। তবে এখন পর্যন্ত এ সমস্যার সমাধান সম্ভব হয়নি।


৭)ই-বে



২০০৫ এর ফেব্রুয়ারিতে ই-বে কোম্পানির সিইও মেগ হুইটম্যান ঘোষণা দেয়েছিলেন, “ই-বে নিঃসন্দেহে চীনে বিজয়ীর আসনে বসতে যাচ্ছে।” কিন্তু ২০০৬ এর ডিসেম্বরের মধ্যেই কোম্পানিটি তার বাজার বন্ধ করে দিতে বাধ্য হয়। টম অনলাইন নামে এক চীনা ইন্টারনেট কোম্পানির ছোট ব্যবসায়িক পার্টনার হতে বাধ্য হয় ই-বে।

সেই সাথে চীনে বিনিয়োগ করে শেষ পর্যন্ত স্থানীয় কোম্পানির কাছে নত হওয়া আরেকটি আমেরিকান কোম্পানির দলে যোগ দেয় ই-বে। চীনের ইয়াহু পার্টনার আলিবাবা’কে হারাতে কোম্পানিটির সি ই ও হুইটম্যান ২০০৫ সালে একশো মিলিয়ন ডলার বিনিয়োগ করার ঘোষণা দেন।


৮) টেলিফোন মূল্যহীন


ব্রিটিশ পদার্থ বিজ্ঞানী ও ‘ইনভেন্টিং দ্যা ফিউচার’ গ্রনে’র লেখক ডেনিস গেবর ১৯৬২ সালে লেখেন “প্রণালীগত ভাবে টেলিফোনের তার দিয়ে তথ্য আদান প্রদান সম্ভব হলেও প্রয়োজনীয় যান্ত্রিক উপাদানের খরচ বিবেচনায় এটি বাস্তবসম্মত নয়।"

একইভাবে ১৮৭৯ সালে ওয়েস্টার্ন ইউনিয়ন কোম্পানি তাদের আভ্যন্তরীন প্রতিবেদনে টেলিফোনকে অলাভজনক ডিভাইস হিসেবে উল্লেখ করেন।


৯) ফটোকপি




১৯৫৯ সালে আই বি এম ফটোকপি মেশিন নির্মাতা প্রতিষ্ঠান জেরক্স এর প্রতিষ্ঠাতাদের সম্ভাব্য মার্কেট সম্বন্ধে বলেছিল “বিশ্বে সর্বোচ্চ ৫০০০ ফটোকপি মেশিনের বাজার রয়েছে।"

অথচ উইকিপিডিয়ার তথ্যানুযায়ী ১৯৬১ সালের মধ্যে জেরক্স প্রায় ষাট মিলিয়ন ডলার আয় করে। ১৯৬৫ সালের মধ্যে যা ৫০০ মিলিয়ন ডলার স্পর্শ করে।

১৯৫৭ সালে বাণিজ্য বিষয়ক পত্রিকা প্রেন্টিস হল এর সম্পাদক ভষ্যিদ্বাণী করেছিলেন, “ডাটা প্রসেসিং হুজুগে একটি ফ্যাশন যা এই বছর পর্যন্তও টিকবে না।"


Saturday, November 14, 2009

আপনার কম্পিউটারের নির্দিষ্ট ড্রাইভে অন্য ইউজারদের একসেস বন্ধ করুন

আপনি যদি চান যে আপনার পিসিতে অন্য ইউজারদের লিমিটেড একসেস থাকবে আপনি সেটা করতে পারবেন খুব সহজেই, এমনকি আপনি বিভিন্ন ড্রাইভের একসেসও বন্ধ করতে পারবেন।

এজন্য আপনার ইউজার একাউন্টটি একটি পাসওয়ার্ড দিয়ে প্রটেক্ট করে নিতে হবে। এবার অন্য ইউজারদের জন্য একটি নতুন অ্যাকাউন্ট খুলতে হবে

Saturday, November 7, 2009

বিশ্বখ্যাত নকিয়া বাজারে নিয়ে এলো মিনি ল্যাপটপ (বুকলেট থ্রি-জি)

আমরা সবাই নকিয়াকে মোবাইল ফোন ব্র্যান্ড হিসেবে চিনি। বিশ্বের বৃহত্তম এই মোবাইল ফোন ব্র্যান্ডটি নোটবুক (Mini Laptop) তৈরীর মাধ্যমে প্রবেশ করলো পিসি বাজারে। Laptop টির নাম দেওয়া হয়েছে NOKIA Booklet 3G.





অ্যালুমিনিয়াম কেসিং এর এই নোটবুক পিসিটি দুই সেন্টিমিটার পুরু, ওজন ১.২৫ কেজি এবং এর এইচডি এনাবল্ড স্ক্রিন ১০ ইঞ্চি আকারের। এই ল্যাপটপটিতে থাকছে Wi-Fi সিস্টেম। আরও থাকছে থ্রি-জি এবং ব্লু-টুথ, জিপিএস, ওয়েবক্যাম এবং এসডি কার্ড রিডার। ল্যাপটপের ভেতরেই জুড়ে দেয়া হয়েছে মোবাইল মডেম এবং সিম স্লট। যার ফলে ল্যাপটপ থেকেই পাঠানো যাবে SMS. নকিয়ার দাবি অনুসারে এর ব্যাটারি লাইফ হবে ১২ঘণ্টা।


গত ২রা সেপ্টেম্বর নকিয়া এই ল্যাপটপটির দাম ঘোষণা করে। আমেরিকান বাজারে এর দাম ধরা হয়েছে মাত্র $৩০০।



Main Features
  • Intel® Atom™ Z530, 1.6 GHz
  • Intel® Poulsbo US15W
  • 10.1", 1280 x 720 pixel display
  • SD card reader
  • SIM / USIM slot
  • Leading battery life from the 16 cell Li-Ion battery - up to 12 hours
  • Genuine Windows 7 Home Premium
  • Fanless design for efficiency
  • Fast, reliable 3G and Wi-Fi connectivity from Nokia
  • Ovi Maps and built-in A-GPS
  • Gorgeous 10.1" HD-ready screen, with glass window
  • 120 GB Internal Memory
  • RAM 1GB DDR2
  • Latest Software and Application (automatic updateable)
  • SMS send and receive facility
  • Bluetooth connection
  • 1.3 Mega Pixel Built in Camera
  • Built-in stereo speakers, and microphone
  • MS Office Small Business 2010(60-day trial)
  • MS Internet Explorer 8
  • Ovi Suite (must be downloaded separately)
  • Social Hub (must be downloaded separately)
  • F-Secure Internet Security 2010 (30-day trial)

মোবাইল ফোন মার্কেটে নকিয়া যাদের থোড়াই কেয়ার করেছে সেই সনি, এইচপি বা মোবাইল মার্কেটের বাইরের ডেল এখন নকিয়ার জন্য শক্ত প্রতিযোগী হিসেবে দেখা দেবে। তবে ল্যাপটপের ভেতরেই জুড়ে দেয়া মোবাইল মডেম এবং সিম স্লট হতে পারে গ্রাহকদের কাছে এর অন্যতম প্রধান আকর্ষণ। বাজারে প্রচলিত অন্য ল্যাপটপের বেলায় আলাদা মডেম কিনে ইউএসবি পোর্টের মাধ্যমে লাগিয়ে নিতে হয়। বিল্টইন মোবাইল মডেম এবং সিম স্লট আছে বলেই এটি নকিয়ার প্রডাক্ট রেঞ্জের অতিরিক্ত সংস্করণ দাবী করার যোগ্য। তারপরও বাজার দখলে নকিয়াকে কঠিন প্রতিযোগিতার মুখেই পরতে হবে।




Full Description:


Features


Windows 7





  • Avoid desktop clutter with simple yet powerful tools that help you manage all your open windows at the same time









  • Multitask with the new and improved taskbar that lets you switch between WebPages, documents, and running videos










  • Add gadgets - popular mini applications introduced in Windows Vista – directly to your desktop








  • Go directly to a specific document, photo, song, or website by creating jump lists for your favorites






Design





  • Indulge in design at its finest, with the sleek aluminum body and premium gloss finish








  • Travel from place to place with confidence – the highly durable body is constructed from a single piece of aluminum that’s built to last









  • Hold this ultra-thin and compact mini laptop comfortably in one hand – it measures less than 2 cm in thickness









  • See everything more clearly on the 1






Performance





  • Discover what Windows 7 has to offer with thousands of features designed to make everyday computing faster, simpler, and easier






  • Keep all your work files and personal media stored on the 120 GB internal memory
  • Use your mini laptop for up to 12 hours straight after only one charge
  • Enjoy the peace and quiet: the fanless design gives off minimal background noise
  • Get the latest software and application updates automatically


Internet





  • Experience the internet at high speed from virtually anywhere via a quick and reliable 3.5G or Wi-Fi connection









  • Access the best the web has to offer with the new and improved Internet Explorer 8 - one of the fastest, safest, and easiest browsers around
















SMS & GPS
  • Send and receive SMSs with a dedicated mini application that sits directly on your desktop
  • Explore your surroundings with the built-in Assisted-GPS receiver


Connectivity





  • Get online from virtually anywhere via a fast and reliable 3G connection









  • Browse the internet via a high-speed Wi-Fi connection whenever you come across an available hotspot









  • See your exact position and explore new places on the map quickly and easily with the built-in GPS receiver









  • Connect wirelessly to cameras, mobile phones, stereo headsets, speakers and other devices via a Bluetooth connection.








Applications





  • Get real-time notifications from social networks and exchange SMSs on your desktop with the Social Hub









  • Create Word, Excel, and PowerPoint documents with a 60-day free trial of MS Office 2010









  • Listen to your favorites tracks, create playlists, and import music from your personal collection with the Nokia Music Player









  • Sync your music, photos, calendar, and contacts - your compatible Nokia device works seamlessly with your mini laptop via the OVI Suite








OVI Services





  • Explore your world and discover interesting new places with OVI Maps









  • Access the OVI Store with just a couple of clicks and then choose from a wide selection of great applications, games, wallpapers, and themes









  • Discover and purchase new music from the world’s leading artists with quick access to the Nokia Music Store from your desktop








Multimedia





  • Watch high-definition content by connecting your mini laptop to an HD receiver via an HDMI cable









  • Store and manage your entire music collection, and listen while you're on the go with the Nokia Music Player









  • Capture images and video or have a 2-way video call over the internet with the built-in camera





  •  


Specifications

Software & Application

Operating system:
  • Genuine Windows 7 Starter or
  • G• Genuine Windows 7 Home Premium

Applications
  • MS Office Small Business 2010(60-day trial)
  • MS Internet Explorer 8
  • OVI Suite (must be downloaded separately)
  • Social Hub (must be downloaded separately)
  • F-Secure Internet Security 2010 (30-day trial)
Hardware

Body
  • Aircraft-grade aluminum slim body with super chassis construction
  • Dimensions: 264 x 185 (with hinge) x 19.9 mm
  • Weight: 1250 g

Memory and hard drive
  • RAM: 1 GB DDR2
  • Hard drive: 120 GB

Wireless
  • WiFi: 802.11 b/g/n
  • Bluetooth 2.1 + EDR
  • Built-in 3G modem (data calls only): WCDMA 900/2100 or 800-850/900/2100

Audio and video
  • 1.3 megapixel FF camera
  • HDMI port for HD video out
  • Built-in stereo speakers, and microphone
  • Analog audio output / headphone out (with OMTP headsets also functions as audio-in)

CPU and chipset
  • Intel® Atom™ Z530, 1.6 GHz
  • Intel® Poulsbo US15W

Display and keyboard
  • 10.1", 1280 x 720 pixel display
  • Glass window
  • Frame keyboard

Battery
  • 56.8 Wh

I/O ports and slots
  • HDMI 1.2 out for HD video
  • 3x USB 2.0
  • 3.5 mm headphone out (OMTP: with OMTP headsets also functions as audio in)
  • DC-in
  • SD card reader
  • SIM / USIM slot

Design
  • Colours Available : black, ice, azure
  • Accelerometer (motion sensor)

GPS
  • Integrated GPS and A-GPS
  • OVI Maps application
The availability and accuracy of GPS location services are dependent on wireless networks, satellite systems. It may not function in all areas or at all times. You should never rely solely on GPS products for essential communications like emergencies. A-GPS is a network dependant feature that may require a data plan. Additional charges may apply.


Package contents
  • Nokia Booklet 3G
  • Nokia Computer Battery BC-1S
  • AC/DC power adapter
  • Quick setup guide
  • Nokia Headset WH-205
  • Nokia USB charging multi-cable CA-126
  • Cleaning cloth

Accessories
Recommended accessories
  • Nokia Connectivity Adapter for HDMI-DVI AD-74
  • Nokia Connectivity Adapter for USB-LAN AD-73
  • Nokia Bluetooth Stereo Headset BH-214



Key Difference
The Nokia Booklet 3G is different from other mini laptops because it comes with Nokia's connectivity and mobility expertise built in. It's different in other ways too:
  • Leading battery life from the 16 cell Li-Ion battery - up to 12 hours
  • Genuine Windows 7 Home Premium
  • Intel® Atom™ Z530, 1.6 GHz processor for high performance
  • Fanless design for efficiency
  • Fast, reliable 3G and Wi-Fi connectivity from Nokia
  • OVI Maps and built-in A-GPS
  • Gorgeous 10.1" HD-ready screen, with glass window
  • Great software included



Accessories

Connect to a wired network
Use this high-quality USB connectivity adapter to connect your Nokia Booklet 3G to a wired network – and enjoy a fast and reliable connection, instant plug and play functionality, and full-duplex operations.

Enhance your choice of external displays
Connect your Nokia Booklet 3G to a wide range of compatible digital displays, including TV, using this premium connectivity adapter – and enjoy high-definition videos on the big screen.



Power your compatible Nokia mini laptop
This high-performance battery provides back-up power to your Nokia Booklet 3G for extended use, whenever you need it.


Keep your Nokia Booklet 3G safe in style
Protect your beautiful Nokia Booklet 3G with the Nokia Sleeve CP-379. This sleeve has splash proof outer skin fabric and is tailored around the Nokia Booklet 3G to keep it safe from everyday wear and tear, and to keep the premium gloss finish clean. Available in black and ice.



Plug in and power up
The Nokia Power Supply AC-200 - get an extra charger for home or work, and make sure your Nokia Booklet 3G is always powered up.


Nokia Stereo Headset
Nokia Stereo Headset WH-205 is a handsfree headset featuring three sets of soft earpads and an integrated remote.


Nokia Charging Connectivity Cable
This dual-use cable lets you seamlessly transfer files via a high-speed USB to micro-USB connection as well as use the USB connection to charge your phone via its 2 mm charging connector.



হতাশার কথা হলো এটা এখনও এশিয়ার বাজারে আসে নাই। আপাতত আমেরিকা এবং ইউরোপের বাজারে পাওয়া যাচ্ছে।

Wednesday, November 4, 2009

ফেইসবুক ৭১ কোটি ডলার জিতল

সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেইসবুক সম্প্রতি অ্যান্টি স্প্যাম মামলায় ৭১ কোটি ১০ লাখ ডলার পেয়েছে।ইন্টারনেটভিত্তিক প্রতিষ্ঠান সানফোর্ড ওয়ালস নামের প্রতিষ্ঠানের বিরুদ্ধে করা মামলায় জয়ী হয়ে ফেইসবুকের এ অর্জন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার আদালতে এ রায় ঘোষণা করা হয়। এ রায়ের ফলে অ্যান্টি স্পামের বিরুদ্ধে বড় একটি জয় পেল ফেইসবুক।



স্প্যাম প্রেরণকারীদের জন্য এ রায়টি একটি আগাম সতর্কতা বলে মন্তব্য করেছেন ইন্টারনেট বিশেষজ্ঞরা। ক্রমেই বিভিন্ন সামাজিক সাইট ও ব্লগ ব্যবহারকারীদের স্প্যাম মেইল পাঠানো প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ ধরনের কার্যক্রমের প্রয়োজনীয়তার কথাও জানান বিশেষজ্ঞরা। ফেইসবুকের করা মামলায় বলা হয়, গত ফেব্রুয়ারিতে সানফোর্ড ওয়ালস অনুমতি ছাড়াই ফেইসবুক ব্যবহারকারীদের ওয়াল, মেইল বক্স ও বার্তার মাধ্যমে নিজেদের বিজ্ঞাপন প্রচার করছিল।

ফেইসবুকের নিজস্ব ব্লগে বলা হয়, এ ধরনের স্প্যাম কার্যক্রম ফেইসবুক ব্যবহারকারীদের বিরক্ত ও বিব্রত করে। ব্যবহারকারীদের এ ধরনের অনাকাঙ্ক্ষিত সমস্যা থেকে মুক্তি দিতেই মামলার আশ্রয় নেওয়া হয়েছে। ব্লগে আরও বলা হয়, অ্যান্টি স্প্যামের বিরুদ্ধে এ জয়ের ফলে আমাদের ব্যবহারকারীরা এ ধরনের বার্তা থেকে মুক্ত থাকতে পারবে। এ ব্যাপারে সানফোর্ড ওয়ালসের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

সোর্সঃ প্রথম আলো

এই পোষ্ট এর টেকটিউন লিংক

Sunday, November 1, 2009

বিশ্বের বৃহত্তম যাত্রীবাহী জাহাজের সমুদ্রযাত্রা

Oasis of the Seas

বিশ্বের বৃহত্তম যাত্রীবাহী জাহাজ Oasis of the Seas ৩১শে অক্টোবর শনিবার ফিনল্যান্ড থেকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার উদ্দেশ্যে যাত্রা করছে। এই জাহাজে রয়েছে চারটি সুইমিংপুল, ভলিবল, বাস্কেটবল ও টেনিস কোর্ট। রয়েছে তরুণদের জন্য থিম পার্ক, বাচ্চাদের জন্য নার্সারি। থাকছে চারদিকে গ্যালারিবেস্টিত সুবিশাল মাঠ আর বরফবেস্টিত মাঠ।

Oasis of the Seas নামের জাহাজটিতে রয়েছে ১৬টি ডেক, যার সামনে থেকে পেছনের দৈর্ঘ্য ৩৬০ মিটার। এতে রয়েছে ২,৭০০টি কেবিন। প্রায় ৫,৪০০ যাত্রী এবং ২,১০০ ক্রু-এর থাকার জায়গা থাকছে জাহাজে। জাহাজের বরফমাঠে গ্যালারিতে রয়েছে ৭৮০টি আসন। রয়েছে ছোট আকারের একটি গলফ কোর্স।


Central Park

Aqua Theater


Aqua Theater


Aqua Theater at Night


Beach Pool




Pool Deck


Sports Zone


Fitness Centre


Accomodation

রয়েল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনাল থেকে অনুমোদন পাওয়া এই জাহাজটি নির্মাণে প্রায় ১০০ কোটি ইউরো খরচ হয়েছে। ফিনল্যান্ডের তুরকু এলাকার ‘এসটিএক্স ফিনল্যান্ড ওয়াই শিপইয়ার্ড’ আড়াই বছর ধরে নির্মাণ করে বিশ্বের সর্ববৃহত্ জাহাজটি। Oasis of the Seas ২১ দিনের সমুদ্রযাত্রা শেষে আগামী ২০ নভেম্বর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার পোর্ট এভারগ্লেডসে পৌঁছাবে। এবিসি-এর ‘গুড মর্নিং আমেরিকা’ অনুষ্ঠানে প্রচার করা হবে এই জাহাজের ফ্লোরিডা আগমনের দৃশ্য।

১০ দিন পর অর্থাত ৩০শে নভেম্বর ২০০৯, আনুষ্ঠানিকভাবে জাহাজটির নামকরণ করা হবে। ১ ডিসেম্বর জাহাজটি প্রথমবারের মতো যাত্রী নিয়ে চারদিনের সমুদ্রযাত্রায় হাইতির লাবাদি বন্দরে যাবে। টিকিট $৭৫০ প্রতিজন।

Recent Posts

`
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More