Tuesday, June 25, 2013

তৈরি হল ত্রিমাত্রিক ডিজিটাল মস্তিষ্ক

গবেষকরা এই প্রথম ত্রিমাত্রিক ডিজিটাল মস্তিষ্ক তৈরি করেছেনসম্প্রতি সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, গবেষকরা উচ্চ রেজুলিউশনের ত্রিমাত্রিক ডিজিটাল মানব মস্তিষ্কের এ নমুনাটির নাম দিয়েছেন বিগ ব্রেইন
বিগ ব্রেইন নমুনাটি মানবমস্তিষ্কের গঠন সূক্ষ্মভাবে উপস্থাপন করেছেএর ফলে মস্তিষ্কের অতি সূক্ষ্ম অংশগুলোও গবেষকরা দেখতে পারছেনগবেষকদের একজন অধ্যাপক ক্যাটরিন আমুন্টস এটিকে গুগল আর্থের সঙ্গে তুলনা করে জানান যে, এটির থ্রিডি সুবিধার কারণে অনেক সূক্ষ্ম জিনিসও দেখা যায়, যা আগে দেখা যেত না
নমুনাটি সম্পন্ন করতে গবেষকদের সময় লেগেছে ১০ বছরএর মাধ্যমে আট হাজার কোটি নিউরন দেখা সম্ভব বলে জানিয়েছেন গবেষকরা৬৫ বছর বয়সী এক নারীর মস্তিষ্কের সাত হাজার চারশগুরুত্বপূর্ণ অংশের স্লাইস দিয়ে নমুনাটি তৈরি করা হয়েছেবিগ ব্রেইনের নমুনা সম্পর্কিত বিস্তারিত তথ্য সায়েন্সের এক প্রতিবেদনে প্রকাশিত হয়েছে


1 মন্তব্য:

ভালো লাগলো ধন্যবাদ।

Post a Comment

Recent Posts

`
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More