This is default featured post 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured post 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured post 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured post 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured post 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Wednesday, December 30, 2009

Bing ব্যবহার না করায় মাইক্রোসফট কর্মকর্তা চাকুরীচ্যুত

সম্প্রতি মাইক্রোসফটের একজন চাকরিজীবি মাইক্রোসফটের সার্চ ইঞ্জিন Bing এর প্রতি ‘আগ্রহী না হওয়ায়’ তাকে চাকরিচ্যুত করেছেন সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিভ বলমার।


যিনি চাকরিচ্যুত হারিয়েছেন তিনি দাবি করেছেন, বিং সম্পর্কিত একটি আলোচনায় শুধুমাত্র এর প্রতি খুব একটা আগ্রহ না দেখানোর কারণেই তাকে চাকরিচ্যুত করেছেন ক্ষিপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিভ বলমার।স্টিভ বিং বিষয়ক আলোচনায় বেশ উত্তেজিত কণ্ঠেই এর বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলেন। তখন তিনি সে আলোচনায় অংশগ্রহণকারী অন্যদেরও বিং নিয়ে কথা বলতে বলেন। সেসময় চাকরি হারানো ঐ ব্যক্তি বিং সম্পর্কে খুব একটা আগ্রহী নন এমন কথা বলেন। এর ফলে তৎক্ষণাৎ তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।

কৃত্রিম লোহিত রক্ত কণিকা আবিস্কার করলো বিজ্ঞানীরা


সম্প্রতি রক্তের লোহিত কণিকার মতো কাজ করতে সক্ষম এমন একটি উপাদান তৈরি করেছেন বিজ্ঞানীরা। মিসিগান বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের সহায়তায় শান্তা বারবারার বিজ্ঞানীরা এ ধরনের উপাদান আবিষ্কার করেছেন। নমনীয় এ উপাদানটি রক্তের লোহিত কণিকার মতোই অক্সিজেন পরিবহন করতে পারে। এর মূল উপাদান পলিমার।

2309 blood 450 কৃত্রিম লোহিত রক্ত কণিকা আবিস্কার করলো বিজ্ঞানীরা | Techtunes

প্রাকৃতিক লোহিত কণিকার প্রধান কাজই হচ্ছে শরীরের অক্সিজেন রক্ত স্রোতের সহায়তায় পরিবহন করা। কৃত্রিমভাবে বানানো লোহিত কণিকাও এ কাজটি খুব ভাল ভাবে সম্পন্ন করতে পারে বলেই এর গবেষকরা জানিয়েছেন।গবেষকদের বরাতে সংস্থাটি জানিয়েছে, এমন কণিকা তৈরির প্রচেষ্টা আগেও নেয়া হয়েছিলো। তবে সে কণিকার আয়ু ছিলো অনেক কম, কেবল ঘন্টাখানেক। জানা গেছে, নতুন বানানো এই কণিকাকে দেহে প্রবেশ করানোর এক সপ্তাহ পরেও এর অক্সিজেন পরিবহন ক্ষমতার নব্বই শতাংশ অক্ষুন্ন ছিলো।রোগ নির্ণয় ও রোগ নিরাময় এই উভয় ক্ষেত্রে নতুন সম্ভাবনা উন্মুক্ত করবে বলে বিজ্ঞানীরা আশা প্রকাশ করেছেন।

সমীর এবং তার গবেষক দল এ ধরনের কণিকা তৈরি করার জন্য প্রথমে চাকা আকৃতির পলিমারের তৈরি টেমপ্লেট প্রস্তত করেন। পরে ৯ পরতের হিমগ্লোবিনসহ অন্যান্য প্রোটিনে আবৃত করে ভেতরের টেমপ্লেটটি অপসারণ করা হয়। সমন্বিত এই কণাটির আকার আকৃতি ও নমনীয়তা একই থাকে। জানা গেছে, প্রাকৃতিক লোহিত রক্ত কণিকার মতো একই পরিমাণে অক্সিজেন পরিবহন করতে পারে এটি।

প্রাইভেসি ভঙ্গের দ্বায়ে ফেসবুকের বিরোদ্ধে মামলা


logo facebook এবার  জোটবেঁধে ফেসবুকের বিরোদ্ধে মামলা | Techtunes

নতুন প্রাইভেসি সেটিংস কার্যকর করার পর জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম ফেসবুকের বিরুদ্ধে সমালোচনা ঝড় ওঠে ইন্টারনেট জগতে। একই কারণে এবার ফেসবুকের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশনে মামলা দায়ের করা হয়েছে। জানা গেছে, যুক্তরাষ্ট্রের দশটি প্রাইভেসি গ্রুপ জোটবেধে ফেসবুকের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, মামলা দায়েরকারী গ্রুপগুলো তাদের দায়েরকৃত অভিযোগে জানিয়েছে, নতুন প্রাইভেসি সেটিংস ব্যবহারকারীদের বিভিন্ন তথ্য সবার জন্য উন্মুক্ত করে দিতে পরোক্ষভাবে উৎসাহিতই করছে।

উল্লেখ্য, ফেসবুক কিছুদিন আগে তাদের ৩৫০ মিলিয়ন ব্যবহারকারীর প্রাইভেসি সেটিংসে পরিবর্তন আনে যাতে ব্যবহারকারীরা তাদের বিভিন্ন তথ্যের উপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে পারে। এর ফলে ব্যবহারকারীর প্রকাশ করা কোন তথ্য কে কে দেখতে পাবে তাও নির্ধারণ করে দেয়া সম্ভব হয়।

সম্প্রতি গুগল ফেসবুক স্ট্যাটাসগুলো তাদের সার্চ ইঞ্জিনে অন্তর্ভুক্ত করবে বলে ঘোষণা দেয়ার পরপর প্রাইভেসি সেটিংসে এই পরিবর্তন আনার বিষয়টিই অনেক বিশেষজ্ঞের সমালোচনার মূল কারণ হিসেবে সংবাদমাধ্যমটিতে প্রকাশিত হয়েছে।জানা গেছে, এর আগে সংবাদ সংস্থা এমএসএনবিসি’র এক প্রতিবেদক জানিয়েছেন, নতুন প্রাইভেসি সেটিংস কার্যকর করার পর স্বয়ংক্রিয়ভাবে তার প্রোফাইল ও যাবতীয় তথ্য সবার সামনে উন্মুক্ত হয়ে গিয়েছিলো, যা পরে তাকে নিজ হাতে পরিবর্তন করতে হয়েছিলো।

মামলা দায়েরকারী প্রাইভেসি গ্রুপগুলোর অভিযোগ হলো, ফেসবুক ব্যক্তিগত তথ্যের উপর ব্যবহারকারীর নিয়ন্ত্রণের সুবিধা দিলেও কৌশলে সবার সামনে তথ্য উন্মুক্ত করে দেয়ার ব্যবস্থাও করে দিয়েছে।

মামলাটি দায়ের করা হয়েছে মূলত ইলেকট্রনিক প্রাইভেসি ইনফরমেশন সেন্টারের পক্ষ থেকে। তবে, মামলার কাগজপত্রে আরো নয়টি বিভিন্ন প্রাইভেসি গ্রুপের স্বাক্ষর ছিলো। তাদের মূল অভিযোগ হচ্ছে, ফেসবুক তাদের ব্যবহারকারীদের তথ্যের গোপনীয়তায় অন্যায় হস্তক্ষেপ করছে, যার ফল ভোগ করতে হচ্ছে ব্যবহারকারীদের। ওই অভিযোগে আরো উল্লেখ ছিলো, প্রাইভেসি সেটিংস এ পরিবর্তন আনার আগে কোনো ঘোষণা বা অনুমতিও নেয়নি ফেসবুক।

উল্লেখ্য, ফেসবুকের নতুন প্রাইভেসি সেটিংস ব্যক্তিগত তথ্যাদির ক্ষেত্রে এতোটাই হুমকির হয়ে ওঠে যে, এর ফলে স্বয়ং ফেসবুক প্রতিষ্ঠাতার মার্ক জুকারবার্গের ব্যক্তিগত তথ্যাদিও উন্মুক্ত হয়ে গিয়েছিলো। মার্ক তার ফেসবুক প্রোফাইলে সংরক্ষিত ব্যক্তিগত ছবি বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হতে দেখে বিস্মিত হন এবং পরবর্তীতে নিজেই আবারো নতুন প্রাইভেসি সেটিংস এর পরিবর্তন করেন, যা ইন্টারনেটে ফেসবুকের সমালোচনাকে বহুগুণ বাড়িয়ে দেয়।

-বিডিনিউজ

প্রভাব খাটানোর অভিযোগে ইন্টেল এর বিরোদ্ধে মামলা


intel logo2 788146 প্রভাব খাটানোর অভিযোগে ইন্টেল এর বিরোদ্ধে মামলা | Techtunes
বাজারে প্রভাব খাটিয়ে অন্যান্য প্রতিযোগী প্রতিষ্ঠান ও নতুন প্রতিষ্ঠানগুলোকে দমিয়ে রাখার অভিযোগ এসেছে বিশ্বের এক নম্বর মাইক্রোপ্রসেসর কোম্পানি ইনটেলের বিরুদ্ধে। এই অভিযোগটি এনেছে যুক্তরাষ্ট্র সরকারের ফেডারেল ট্রেড কমিশন । অভিযোগে বলা হয়েছে, ইনটেল অন্যান্য প্রতিষ্ঠানের কর্মক্ষমতা আর কার্যকারিতা কমিয়ে দিচ্ছে। অপরদিকে ইনটেল এফটিসির এই মামলাকে বর্ণনা করেছে ‘মিসগাইডেড’ বলে।

জানা গেছে, নভেম্বর মাসে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান এএমডি বা আ্যাডভান্স মাইক্রো ডিভাইসের সাথে ১.২৫ বিলিয়ন ডলারের  একটি চুক্তি করে ইনটেল। এতে এএমডির সঙ্গে তাদের প্রতিদ্বন্দ্বিতার অবসান ঘটে। এই ঘটনায় এএমডির শেয়ারের দাম শতকরা ৫.২ ভাগ বেড়েছে। আর  ইনটেলের শেয়ারের দাম কমেছে শতকরা ০.৭ ভাগ।

এই মামলাটি করা হয়েছে যাতে করে ইনটেল বাজার ধরে রাখতে হুমকি, অন্যান্য প্রতিষ্ঠানের অফিসারদের উস্কানি, প্রতিযোগিতার ক্ষতি বা অন্য কোন অসৎ কাজ করতে না পারে। এফটিসির অভিযোগে আরো বলা হয়েছে, ইনটেল হুমকি ও পুরস্কার দুটোর ব্যবস্থাই রেখেছে তাদের বাজার ধরে রাখার জন্য।

-বিডিনিউজ

Thursday, December 24, 2009

কোন প্রসেসর এর স্পীড কেমন? দেখে নিন

 আমাদের দেশে কম্পিউটার ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বাড়ছে, সেই সাথে আসছে নিত্যনতুন প্রসেসর। কম্পিউটার কেনার পেছনে সবারই একটা উদ্দেশ্য থাকে। কেউ অফিসিয়াল ব্যবহারের জন্য, আবার কেউ গেম খেলার জন্য। আমরা যখন কম্পিউটার কিনতে যাই, আমরা জানিনা যে কোন প্রসেসরটা আমাদের জন্য ভালো হবে। এর জন্য আমাদেরকে অনেকাংশে বিক্রেতাদের উপর নির্ভরশীল হতে হয়। সবচেয়ে ভালো হয় আমরা যদি আগে থেকে কোন প্রসেসর কোন ক্ষেত্রে ব্যবহারের জন্য উপযোগী সেটা জেনে নেই।

নিচে কিছু প্রসেসরের নামসহ তাদের স্পীড এবং কি কাজের জন্য উপযোগী তা দেয়া হলো-

processor

ডাউনলোড করুন বাংলা গল্পের বই, উপন্যাস, কবিতা, শিশুতোষ বই

আমরা জানি বিশ্বের বিভিন্ন দেশে অনলাইনে বই কেনার ব্যবস্থা আছে। যেমন- amazon.com ইত্যাদি। বাংলাদেশেও boi-mela.com নামে সেরকম একটা অনলাইন বইয়ের দোকান চালু হয়েছে। যার মাধ্যমে ঘরে বসেই কিনতে পারবেন আপনার পছন্দের বইটি। এখানে কয়েক হাজার বইয়ের সমাহার রয়েছে। এতে রয়েছে দেশের স্বনামধন্য লেখকদের রচিত, নামি-দামী বিভিন্ন প্রকাশনা সংস্থার প্রকাশিত নানা ধরনের বইয়ের সংগ্রহ। নতুন বই বাজারে আসামাত্রই তা পোর্টালটিতে হালনাগাদ করা হয়। নতুন প্রকাশিত বইয়ের পরিচিতি এবং ছবি দেখা যাবে এই সাইটে।


Boi-mela

এখানে অনেকগুলো বই আছে যেগুলো ফ্রি পড়া যায় এবং ডাউনলোড করা যায়। এর একটা ভালো দিক হলো, বইয়ের লেখক এবং প্রকাশকদের আলাদা তালিকা রয়েছে। তাই আপনি খুব সহজেই আপনার প্রিয় লেখকদের বইগুলো খুঁজে বের করতে পারবেন। এছাড়া বইগুলোর রয়েছে আলাদা বিভাগে বিভক্ত। যেমন- গল্প, প্রবন্ধ, কবিতা, ইতিহাস, মুক্তিযুদ্ধ বিষয়ক, উপন্যাস, শিশুতোষ রচনা, ইত্যাদি।

এছাড়াও সার্চ অপশনের মাধ্যমে আপনি আপনার প্রিয় লেখক অথবা প্রকাশনী অথবা বইয়ের নাম দিয়ে সার্চ করলে পেয়ে যাবেন আপনার কাংখিত বইটি। সবকিছু মিলিয়ে পোর্টালটি বেশ ভালো।আশা করি আপনাদেরও ভালো লাগবে পোর্টালটি।

পোর্টালটির আড্রেসঃ www.boi-mela.com

কম্পিউটারও কথা বলবে

কম্পিউটারে আপনি কোন কাজ কখন করছেন, তা শোনতেও পাবেন। এ জন্য লাগবে শুধুমাত্র উইন্ডোজ এক্সপি আর স্পিকার, যা সবার আছে। প্রথমে Start মেন্যু থেকে Run এ ক্লিক করুন। এখন narrator লিখুন। এবার OK চাপুন। দেখবেন আপনার মাউস এবং কি-বোর্ডের কাজগুলো স্পিকারে শুনা যাচ্ছে।
computer

ইংরেজি ছাড়াও অন্য ভাষায় লেখা যাবে ওয়েব ঠিকানা

ইংরেজি ছাড়াও অন্যান্য ভাষায় ওয়েবসাইটের ঠিকানা বা ডোমেইন নাম লেখার বিষয়টি অবশেষে অনুমোদন পেয়েছে।৪০ বছর আগে ইন্টারনেট চালু হওয়ার পর এটাকেই সবচেয়ে বড় পরিবর্তন বলেমনে করছেন পর্যবেক্ষকেরা। গত শুক্রবার দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে ডোমেইন নাম বরাদ্দকারী মার্কিন প্রতিষ্ঠান ইন্টারনেট করপোরেশন ফর অ্যাসাইনড নেমস অ্যান্ড নাম্বারসের (আইসিএএনএন) বার্ষিক সভায় বিষয়টি অনুমোদন পায়। এর ফলে ইংরেজিসহ আরবি, কোরীয়, জাপানি, গ্রিক ও হিন্দি ভাষায় ডোমেইন নাম লেখা যাবে। ইন্টারন্যাশনালাইজড ডোমেইন নেমসের (আইডিএনএস) এই পরিকল্পনাটি গত বছরের জুন মাসে পরীক্ষার জন্য অনুমোদন করা হয়। এর পর থেকেই এর পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়। অবশেষে এই পরীক্ষামূলক অনুমোদনের দুই বছর পর তা পূর্ণাঙ্গভাবে অনুমোদন করা হয়েছে। আগামী বছরের মাঝামাঝি থেকে আইডিএনএস অন্যান্য ভাষার ডোমেইন চালু করার ব্যাপারটি শুরু করবে।


যদিও চীন ও থাইল্যান্ডে অনেক দিন ধরেই নিজস্ব ভাষায় ডোমেইন লেখার কাজটুকু হয়েছিল; তবে এত দিন সারা বিশ্বে কম্পিউটারের ব্যবহারের ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে এর অনুমোদন ছিল না। আইসিএএনএনের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা রড বেকস্ট্রম বলেন, এই পরিবর্তনের বিষয়টি অনুমোদিত হওয়ার ফলে ইংরেজি ছাড়া অন্য ভাষায় ডোমেইন নাম-সুবিধা পাবেন ব্যবহারকারীরা। আগামী বছরের মাঝামাঝিতে অন্য ভাষার ডোমেইন নাম-সুবিধা দেওয়া সম্ভব হবে। তিনি জানান, বিশ্বজুড়ে এখন ১৬০ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করে। তাদের অর্ধেকেরও বেশি ইংরেজি ছাড়া অন্য ভাষাভাষির মানুষ। তাদের জন্য অন্য নামে ডোমেইন নাম চালু করার ফলে চলতি সময়ের চেয়ে ইন্টারনেটের ব্যবহারের ব্যাপ্তি ভবিষ্যতে আরও বাড়বে।

আপনার কম্পিউটারকে পেনড্রাইভ ভাইরাস থেকে রক্ষাকরুন

পেনড্রাইভের মাধ্যমে ভাইরাস ছড়ায়। এটা আমরা সবাই জানি। এর কারণ হচ্ছে, আমাদের কম্পিউটারের ড্রাইভ অটোপ্লে চালু থাকে। ফলে পেনড্রাইভ ঢুকানোর সাথে সাথে ভাইরাস চালু হয়ে যায়। এ সমস্যা সমাধান(অটোপ্লে বন্ধ করার) করার পদ্ধতি হচ্ছে-





- প্রথমে উইন্ডোজের Start বাটন থেকে Run-এ যান এবং টাইপ করুনঃ  gpedit.msc  এবার  ok দিন।


- এবার Group Policy -এর উইন্ডোজ আসবে।
- Group Policy -এর ডান/বাম পেন (ডানে এক ক্লিক আর বামে হলে দুই ক্লিক) থেকে নির্বাচন করুন যথাক্রমেঃ   Local Computer Policy > Computer Configuration > Administrative Templates > System


1


- এবার ডান পেনে  Setting-এর নিচ থেকে ৬ নং Option-টিতে(Trun off Autoplay) ডাবল ক্লিক করুন।
2



* এবার Trun off Autoplay Properties আসবে।
*  Trun off Autoplay Properties-এ  Enable রেডিও বাটন সিলেক্ট করুন এবং নিচে Turn off Autoplay on: মেনু থেকে All drives সিলেক্ট করে, ok দিন।
* Group Policy- থেকে বের হয়ে কম্পিউটার  Restart দিন।



ব্যাস হয়ে গেল। এখন আর কোন ড্রাইভ Autoplay করবে না। সুতরাং, পেনড্রাইভ ঢুকালে ভাইরাস চালু হবে না। এখন আপনার প্রয়োজন মত Explore করে পেনড্রাইভের ভাইরাস নিজেই ডিলিট করুন এবং ভাইরাস মুক্ত থাকুন।

Recent Posts

`
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More