This is default featured post 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured post 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured post 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured post 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured post 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Friday, February 19, 2010

মাত্র ১৫ ডলারে মোবাইল

বিশ্বের সবচেয়ে কম দামি মোবাইল ফোন তৈরি করেছে যুক্তরাজ্যের হ্যান্ডসেট নির্মাতা ভোডাফোন। বার্সেলোনার মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে এই মোবাইল ফোনসেট উদ্বোধন করেছে তারা। 'ভোডাফোন ১৫০' মডেলের এই মোবাইল ফোনসেটের দাম মাত্র ১৫ ডলার। ভারত, তুরস্ক, কেনিয়া, ঘানা, লেসোথোসহ আফ্রিকার আটটি দেশের বাজারে শিগগিরই ছাড়া হবে এ হ্যান্ডসেট।
উন্নয়নশীল দেশগুলোর জন্যই এ ফোনসেট তৈরি করা হয়েছে, জানিয়েছে ভোডাফোন কর্তৃপক্ষ। সেটটির উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে এটি বিল্ট ইন মোবাইল পেমেন্ট ব্যবস্থা সমর্থন করে।


বিভিন্ন দেশে ভোডাফোনের এক কোটিরও বেশি গ্রাহক মোবাইল ব্যাংকিং সুবিধা ভোগ করছে। এই সেবাকে উন্নয়নশীল দেশের মানুষের কাছে পেঁৗছে দিতে 'ভোডাফোন ১৫০' সেটটি বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করছে প্রতিষ্ঠানটি।
'ভোডাফোন ১৫০' মডেলের পাশাপাশি কম দামের আরেকটি সেট বাজারে ছেড়েছে প্রতিষ্ঠানটি। 'ভোডাফোন ২৫০' মডেলের সেটটির দাম পড়বে ২০ মার্কিন ডলার। এতে রয়েছে রঙিন পর্দা এবং এফএম রেডিও সুবিধা।

Tuesday, February 16, 2010

ইন্টারনেট সংযোগ দেবে গুগল!

স্মার্টফোনের পর এবার উচ্চগতির ইন্টারনেট সেবা চালু করতে যাচ্ছে গুগল। বুধবার গুগলের ব্লগে প্রতিষ্ঠানটির এক মুখপাত্র এ তথ্য জানান। পরিকল্পনা অনুযায়ী যুক্তরাষ্ট্রের প্রায় পাঁচ লাখ বাড়িতে ফাইবার অপটিক নেটওয়ার্ক সংযোগের মাধ্যমে উচ্চ গতির ব্রডব্যান্ড সেবা পেঁৗছে দেবে গুগল। এ ইন্টারনেট সংযোগের মাধ্যমে ব্যবহারকারীরা এক গিগাবাইট/সেকেন্ড গতিতে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। এ গতি যুক্তরাষ্ট্রে প্রচলিত ইন্টারনেটের গতির তুলনায় ১০০ গুণ বেশি। তবে কবে নাগাদ এ ব্যবস্থা কার্যকর হবে, জানায়নি গুগল। পরিকল্পনা কার্যকর করার আগে পরীক্ষামূলক কিছু প্রকল্প চালাবে প্রতিষ্ঠানটি। গুগল জানিয়েছে, এ নেটওয়ার্ক ব্যবহার করে ইন্টারনেট ব্যবহারকারীরা মাত্র পাঁচ মিনিটে একটি পূর্ণদৈর্ঘ্য সিনেমা ডাউনলোড করতে পারবে। সেই সঙ্গে প্রত্যন্ত অঞ্চলের ক্লিনিকগুলো খুব সহজেই ত্রিমাত্রিক মেডিক্যাল ইমেজ ওয়েবে পাঠাতে পারবে। নিজস্ব কাজেই গুগল এত দিন নিজস্ব ফাইবার অপটিক নেটওয়ার্ক ব্যবহার করে আসছিল। গুগলের ইন্টারনেট সেবার মধ্য দিয়ে ব্রডব্যান্ড ইন্টারনেট গতিতে পিছিয়ে থাকা যুক্তরাষ্ট্র পরবর্তী প্রজন্মের ইন্টারনেট যুগে প্রবেশ করবে বলে মনে করা হচ্ছে। 

বারাক ওবামা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে অভিষেকের এক মাসের মধ্যে যুক্তরাষ্ট্রে উন্নত ব্রডব্যান্ড অবকাঠামো গড়ে তোলার জন্য ৭২০ কোটি মার্কিন ডলারের প্রকল্প ঘোষণা করেছিলেন।

কলকাতায় বৈদ্যুতিক তারে ইন্টারনেট সেবা

কলকাতায় টেলিফোন তারের বদলে বিদ্যুতের তার দিয়ে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ দেওয়া শুরু হয়েছে। ইন্টারনেট সেবার এই পদ্ধতিকে বলা হচ্ছে ব্রডব্যান্ড ওভার পাওয়ার লাইন বা বিপিএল। ভারত কানেক্ট লিমিটেড, শিবপুর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্স ইউনিভার্সিটি এবং ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই করপোরেশন বা সিইএসসি_এই তিনটি প্রতিষ্ঠান একত্রে কলকাতার বাইপাস সংলগ্ন দুটি আবাসন প্রকল্পে পরীক্ষামূলকভাবে বিপিএল সংযোগ দিচ্ছে।

বিপিএল বিশেষজ্ঞ শুভাশিস মুখোপাধ্যায় সাংবাদিকদের জানান, দেশজুড়ে টেলিফোনের চেয়ে বিদ্যুতের তারের বিস্তৃতি অনেক বেশি। এ পদ্ধতিতে অনেক বেশি মানুষের কাছে ইন্টারনেট পেঁৗছে দেওয়া সম্ভব; বিশেষ করে গ্রামগঞ্জে ওয়াইম্যাক্সের মতো ব্যয়বহুল প্রযুক্তির আগেই সাধারণ বিদ্যুতের তার দিয়ে ইন্টারনেট পেঁৗছে দেওয়া যাবে।
বিপিএল গ্রাহক শম্ভুনাথ পান্ডা জানালেন, তিন মাস ধরে তিনি বিপিএল ব্যবহার করছেন। এ সেবার কোনো ত্রুটি এখনো তাঁর কাছে ধরা পড়েনি। 
২০০৭ সালে ভারত সরকার বৈদ্যুতিক তার দিয়ে ইন্টারনেট সেবা দেওয়ার আগ্রহ প্রকাশ করে। কলকাতায় এর সম্ভাবনা ও কারিগরি দিক নিয়ে পরীক্ষামূলক কাজের দায়িত্ব দেওয়া হয় শিবপুর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্স ইউনিভার্সিটিকে। বিশ্ববিদ্যালয়ের টেলিযোগাযোগ প্রকৌশল বিভাগের প্রধান অধ্যাপক পবিত্র কুমার রায় জানান, পরীক্ষামূলক বিপিএল নিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে সম্প্রতি তাঁরা রিপোর্ট দাখিল করেছেন। শহরের দুটি আবাসন প্রকল্পে বিদ্যুতের লাইন দিয়ে ইন্টারনেট ব্যবহার করা হচ্ছে। একটি ওভারহেড লাইন, অন্যটি আন্ডারগ্রাউন্ড পাওয়ার লাইন। পদ্ধতিটি খুব জনপ্রিয় হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
বিদ্যুতের লাইন দিয়ে ইন্টারনেট ব্যবহার করতে চাইলে গ্রাহককে কাস্টমার প্রিমিসেস ইকুইপমেন্ট বা সিপিই প্রয়োজন পড়বে। কম খরচেই গ্রাহকরা এটা কিনতে পারবেন বলে জানান পবিত্র কুমার রায়।
মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা ও জাপানে ইতিমধ্যে বিদ্যুতের তার দিয়ে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা জনপ্রিয় হয়ে উঠেছে।

পিডিএফ ফাইলে জলছাপ তৈরি করুন

অনেক সময় পিডিএফ ফাইলে স্বত্ত্বাধিকার নির্দিষ্ট করার জন্য বা অন্য কোনো প্রয়োজনে জলছাপ দিতে হয়। ‘পিডিএফ ওয়াটারমার্ক ক্রিয়েটর’ নামে একটি সফটওয়্যার দিয়ে আপনি পিডিএফ ফাইলে জলছাপ দিতে পারেন। সফটওয়্যারটি www.coolpdf.com/pdfwatermark.html ঠিকানার ওয়েবসাইট থেকে নামিয়ে নিন। এখন সফটওয়্যারটি চালু করে Open অপশনে গিয়ে পিডিএফ ফাইল খুলুন। এবার Text to stamp as watermark অপশনে গিয়ে জলছাপ হিসেবে যা লিখতে চান লিখুন। ইচ্ছে করলে জলছাপের রং, ধরন, বর্ণ ইত্যাদি নিজেই ঠিক করে নিতে পারবেন। সবশেষে Stamp Watermark & Save PDF-এ গিয়ে পিডিএফ ফাইলটি সেইভ করুন। এখন পিডিএফ ফাইলটি খুললেই জলছাপ দেখা যাবে। 

জিমেইলেই Check করুন ফেসবুক

ইন্টারনেটভিত্তি জনপ্রিয় ই-মেইল সেবা জিমেইলেই নিজের ফেসবুক ও টুইটারের অ্যাকাউন্ট দেখে নেওয়া যায়। এ জন্য প্রথমে আপনাকে জিমেইলে ঢুকতে হবে। এরপর সেটিংস থেকে ল্যাবে যেতে হবে। Add any gadget by URL সক্রিয় (অ্যানাবল) করে সেভ করুন। আবার সেটিংস থেকে গেজেটে যেতে হবে। 

এরপর http://hosting.gmodules.com/ ig/gadgets/file/ 104971404861070329537/facebook.xml ঠিকানা লিখে দিতে হবে এবং অফ বাটনে ক্লিক করতে হবে। এখন জিমেইলের বাঁ দিকে ফেসবুক দেখা যাবে। এখানে ব্যবহারকারীর নাম ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। এটি একটি মোবাইল সংস্করণ হিসেবে দেখা যাবে। বড় করে দেখার জন্য Expand-এ ক্লিক করতে হবে।

Friday, February 12, 2010

এসেছে জিমেইল বাজ! এবার পাল্লা দেবে ফেইসবুকের সঙ্গে

সামাজিক যোগাযোগ সাইটগুলোর জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। পক্ষান্তরে কমছে ইমেইল ব্যবহারকারীর সংখ্যা। যোগাযোগের ক্ষেত্রে এখন ইমেইলের চেয়ে সামাজিক যোগাযোগ সাইটগুলোই প্রাধান্য পাচ্ছে বেশি। ফেইসবুক ব্যবহারকারীর সংখ্যা যেখানে ৪০০ মিলিয়ন ছাড়িয়ে গেছে, সেখানে জিমেইল ব্যবহারকারী মাত্র ১৭০ মিলিয়ন। তাই ফেইসবুক টুইটারের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে গুগল স্বল্প আকারে সামাজিক যোগাযোগ সুবিধা চালু করেছে বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস।

জিমেইল বাজ নামের নতুন এ সামাজিক যোগাযোগ সেবায় ব্যবহারকারীরা জিমেইল বন্ধুদের সঙ্গে স্ট্যাটাস, ওয়েবলিংক এবং অন্যান্য বিষয় আদান-প্রদান করতে পারবে। ফেইসবুক, মাইস্পেসের ফিচারগুলো ছাড়াও জিমেইল বাজে থাকছে ইউটিউব এবং ছবি শেয়ারিং সাইট পিকাসা'র আন্তযোগাযোগ সুবিধাও। 
সম্প্রতি গুগল ওয়েভ নামে সামাজিক যোগাযোগ সুবিধার আদলে একটি ইমেইল টুল চালু করেছে গুগল। প্রযুক্তি পরামর্শক প্রতিষ্ঠান আল্টিমিটার গ্রুপের ব্যবসায়িক অংশীদার জেরেমিয়া ওইয়াং বলেন, 'ফিচার হিসেবে জিমেইল বাজ অনেক ছোট হতে পারে। তবে একে ফেইসবুকের বড় প্রতিযোগী বলা চলে।' এর আগে গুগলের মেইল সেবা প্রতিদ্বন্দ্বী ইয়াহু তাদের মেইল ব্যবহারকারীদের স্ট্যাটাস শেয়ার এবং টুইটার ও ফ্লিকার ডটকম থেকে আপডেট পাওয়ার সুবিধা চালু করে।
অরকুট নামক গুগলের একটি সামাজিক যোগাযোগ সাইট রয়েছে। ব্রাজিল এবং ভারতে অরকুট বেশ জনপ্রিয়তা পেলেও ফেইসবুকের কাছে এটি অনেকটাই কোণঠাসা। 
আল-আমিন কবির 

Thursday, February 4, 2010

মোবাইলের দাম কমালো নকিয়া

শীর্ষ হ্যান্ডসেট নির্মাতা নকিয়া করপোরেশন বিশ্বব্যাপী তাদের হ্যান্ডসেটের দাম কমিয়েছে। প্রতিদ্বন্দ্বী স্যামসাং ও সনি এরিকসন হ্যান্ডসেটের দামের সঙ্গে সংগতি রাখতেই প্রায় সব মডেলের হ্যান্ডসেটের দাম কমিয়েছে প্রতিষ্ঠানটি। 

জানুয়ারি মাসের শেষ সপ্তাহে এ মূল্যহ্রাসের ঘোষণা দিয়েছে তারা।
নকিয়া এক বিবৃতিতে জানিয়েছে, প্রতিবছর কিছু নির্দিষ্ট মডেলের হ্যান্ডসেটের দাম কমায় নকিয়া। এবার প্রায় সব হ্যান্ডসেটেই ১০ শতাংশ পর্যন্ত দাম কমানো হলো। 
অক্টোবর-ডিসেম্বর ত্রৈমাসে প্রায় ১২ কোটি ৬৯ লাখ হ্যান্ডসেট বিক্রি করেছে নকিয়া। আগের ত্রৈমাস থেকে এই পরিমাণ ৬০ শতাংশ বেশি।

মোবাইলে ব্রাউজ করুন বাংলা ওয়েবসাইট

হ্যান্ডসেটে বাংলা ফন্টের সমর্থন না থাকলে বাংলা ওয়েবসাইট দেখা যায় না। কিন্তু মোবাইলে অপেরামিনি ইনস্টল ও কনফিগারেশন ঠিক করে ইউনিকোড সমর্থিত ওয়েবসাইট দেখা সম্ভব। এ জন্য প্রথমে www.operamini.com থেকে অপেরামিনি সফটওয়্যারটি ডাউনলোড ও ইনস্টল করে নিন। এবার ব্রাউজারের অ্যাড্রেস বারে লিখুনopera:configতারপর Go to বাটন চাপুন। অপেরা কনফিগারেশন পেজটি ওপেন হলে Use bitmap fonts for complex scripts-কে yes করে সেভ করুন।

Recent Posts

`
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More