Thursday, June 20, 2013

ওয়াই ফাই সেবা দিতে রবি ও আইটি কানেক্ট’র চুক্তি


মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড ওয়াই ফাই সেবার মাধ্যমে গ্রাহকদের ইন্টারনেট ব্যবহারের সুযোগ করে দেওয়ার জন্য আইটি কানেক্ট লিমিটেডের সঙ্গে চুক্তি সই করেছে। 


রবি’র ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) মাইকেল ক্যুনার এবং আইটি কানেক্ট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ওয়াকার হোসাইন বৃহস্পতিবার রবি করপোরেট অফিসে এই চুক্তিতে সই করেন। এই চুক্তির মাধ্যমে বাছাইকৃত এলাকায় রবি গ্রাহকদের ওয়াই ফাই ইন্টারনেট সুবিধা প্রদানে আইটি কানেক্ট রবি’র পার্টনার হিসেবে কাজ করবে। 



মাইকেল ক্যুনার বলেন, আমরা বাংলাদেশের তরুণদেরকে আরো বেশি কিছু করার জন্য সক্ষম করে তুলতে চাই। তরুণরা সব সময় নতুন ধারণার খোঁজ করে এবং উদ্ভাবন ও পরিবর্তন নিয়ে আসে। আমরা বিশ্বাস করি, রবি সাশ্রয়ী মূল্যে দ্রুতগতির ইন্টারনেট সুবিধা সরবরাহের মাধ্যমে তরুণদের জন্য আরো কার্যকরভাবে ইন্টারনেট ব্যবহারের সুযোগ তৈরি করবে, যার ফলে ডিজিটাল বাংলাদেশ গঠনে নতুন মাত্রা যোগ হবে। এই উদ্ভাবনী ওয়াই ফাই সেবার  ফলে গ্রাহকরা তাদের স্মার্টফোন ও ট্যাব থেকে দ্রুত গতির ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। 



চুক্তি সই অনুষ্ঠানে রবির পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন চিফ ফিন্যান্সিয়াল অফিসার মাহতাবউদ্দিন আহমেদসহ অন্যান্যরা। 

0 মন্তব্য:

Post a Comment

Recent Posts

`
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More