This is default featured post 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured post 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured post 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured post 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured post 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Tuesday, June 25, 2013

তৈরি হল ত্রিমাত্রিক ডিজিটাল মস্তিষ্ক

গবেষকরা এই প্রথম ত্রিমাত্রিক ডিজিটাল মস্তিষ্ক তৈরি করেছেনসম্প্রতি সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, গবেষকরা উচ্চ রেজুলিউশনের ত্রিমাত্রিক ডিজিটাল মানব মস্তিষ্কের এ নমুনাটির নাম দিয়েছেন বিগ ব্রেইন
বিগ ব্রেইন নমুনাটি মানবমস্তিষ্কের গঠন সূক্ষ্মভাবে উপস্থাপন করেছেএর ফলে মস্তিষ্কের অতি সূক্ষ্ম অংশগুলোও গবেষকরা দেখতে পারছেনগবেষকদের একজন অধ্যাপক ক্যাটরিন আমুন্টস এটিকে গুগল আর্থের সঙ্গে তুলনা করে জানান যে, এটির থ্রিডি সুবিধার কারণে অনেক সূক্ষ্ম জিনিসও দেখা যায়, যা আগে দেখা যেত না
নমুনাটি সম্পন্ন করতে গবেষকদের সময় লেগেছে ১০ বছরএর মাধ্যমে আট হাজার কোটি নিউরন দেখা সম্ভব বলে জানিয়েছেন গবেষকরা৬৫ বছর বয়সী এক নারীর মস্তিষ্কের সাত হাজার চারশগুরুত্বপূর্ণ অংশের স্লাইস দিয়ে নমুনাটি তৈরি করা হয়েছেবিগ ব্রেইনের নমুনা সম্পর্কিত বিস্তারিত তথ্য সায়েন্সের এক প্রতিবেদনে প্রকাশিত হয়েছে


প্যারিস এয়ার শোতে নতুন প্রযুক্তি

এবার প্যারিস এয়ার শোতে নতুন নতুন আকাশ প্রযুক্তির সমারোহ ঘটেছে, যা আগামীতে আকাশভ্রমণে ব্যবহৃত হওয়ার সম্ভাবনা রয়েছে
আকাশপ্রযুক্তি নিয়ে প্যারিসে ১৭ থেকে ২৩ জুন পর্যন্ত চলা প্যারিস এয়ার শোর নতুন প্রযুক্তিগুলো তুলে ধরেছে সংবাদসংস্থা বিবিসি
এয়ারবাস এ৩২০ মডেলে গ্রিন প্রযুক্তি
হানিওয়েল এবং সাফরান নামে দুটি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে পুরনো এয়ারবাস এ৩২০ মডেলে আনছে ইলেকট্রিক গ্রিন ট্যাক্সিং সিস্টেমএয়ারবাস এ৩২০ মডেলে দক্ষতা বাড়াতে দুটি পাওয়ার যুক্ত করা হয়েছেএটি দেখতে একটি হাইব্রিড গাড়ির মতোএর বৈশিষ্ট্য হচ্ছে মূল ইঞ্জিন চালু না রেখে এর চাকায় সংযুক্ত একটি কন্ট্রোল ইউনিটের সাহায্যে বিমানটি এয়ারপোর্টের ভেতরে চলাচল করতে পারেপ্রতিষ্ঠান দুটি দাবি করছে, এই বিমানের নতুন সিস্টেমে প্রতি বিমানে প্রতি বছর প্রায় ২ লাখ ডলার মূল্যের জ্বালানি সাশ্রয় ঘটাবে যা মোট জ্বালানির শতকরা ৪ ভাগ পর্যন্ত সাশ্রয় করবে
ড্রোন প্রযুক্তি
ড্রোন প্রযুক্তির মানেই হল পাইলটবিহীন বিমানএ ধরনের বিমান নির্দিষ্ট স্থানে আঘাত হানতে ব্যবহৃত হয়ে থাকেআফগানিস্তান এবং পাকিস্তানে এই ড্রোন বিমানের বিতর্কিত ব্যবহারের জন্য বিশ্বে যথেষ্ট সমালোচিত হয়েছে যুক্তরাষ্ট্রতবে সমালোচনার পরও থেমে ড্রোন গবেষণাএবারের প্যারিস এয়ার শোতে নানা আকারের ড্রোন প্রদর্শন করা হয়েছেনতুন কমব্যাট ড্রোন বিমান বেশ বড় আকৃতির এবং অনেক দূরত্বে উচ্চগতিতে পূর্ণাঙ্গ যুদ্ধ বিমান হিসেবে কাজে লাগানো যাবে বলেই দাবি করেছেন নির্মাতারা
এয়ারবাস এ৩৫০ মডেলে নতুন প্রযুক্তি
এয়ারবাস এ৩৫০ মডেলে নতুন প্রযুক্তির ইঞ্জিন সংযুক্তি করা হয়েছেনতুন ইঞ্জিনে অন্তর্ভুক্ত রয়েছে নভেল টেকনোলজি যা একইসঙ্গে ওজন কমিয়ে দেয় এবং জ্বালানি সাশ্রয় ঘটায়
প্রজেক্ট জিরো : অর্ধেক প্লেন, অর্ধেক হেলিকপ্টার
এটি যুক্তরাজ্যের একটি অগাস্টা ওয়েস্টল্যান্ড প্রজেক্টএটিকে বর্ণনা করা হয়েছে অর্ধেক প্লেন, অর্ধেক হেলিকপ্টার হিসেবেএটি বৈদ্যুতিক শক্তিতে চলবে যা বাতাসের সাহায্যে পুনরায় চার্জ করা যাবে


Friday, June 21, 2013

হ্যাকিং সম্ভব সিসি ক্যামেরাতেও

যুক্তরাষ্ট্রের এক নিরাপত্তা বিশেষজ্ঞ জানিয়েছেন, নিরাপত্তার কাজে ব্যবহৃত উন্নত প্রযুক্তির সিসি ক্যামেরার নিরাপত্তা ব্যবস্থায় ত্রুটি রয়েছেএর সুযোগ নিয়ে এগুলো হ্যাক করা সম্ভব বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি
সিসি ক্যামেরার এ ত্রুটি বের করেছেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের সাবেক কর্মকর্তা ও বর্তমানে একটি প্রাইভেট সিকিউরিটি ফার্মে কর্মরত ক্রেইগ হেফনারতিনি জানান, উন্নত প্রযুক্তির এ ক্যামেরাগুলোতে বেশকিছু ‘বাগ’ রয়েছেতিনি আরও জানান, সিসকো, ডি-লিংক এবং ট্রেন্ডনেটের মতো প্রতিষ্ঠানের নির্মিত ভিডিও সার্ভিলিয়েন্স যন্ত্রতেও এ বাগ রয়েছে
হেফনার বিষয়টিকে গুরুত্বপূর্ণ হুমকি হিসেবে দেখছেনতিনি জানান, এর সুযোগ নিয়ে যে কেউ ক্যামেরার ভিডিও দেখতে পারবেএ ছাড়াও তিনি জানান, এ দুর্বলতার সুযোগে যে কেউ নেটওয়ার্কে প্রবেশ করে অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থায় আক্রমণ করতে পারে
হেফনার জানিয়েছেন, এ বিষয়টি নিয়ে তিনি আসন্ন ব্ল্যাক হ্যাট হ্যাকিং সম্মেলনে বিস্তারিত আলোচনা করবেন


চলার সময় চার্জ হবে বৈদ্যুতিক গাড়ি

নতুন প্রযুক্তিতে রাস্তায় চলার সময়ই বৈদ্যুতিক গাড়ি স্বয়ংক্রিয়ভাবে চার্জ হবেপ্রযুক্তি সংবাদবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল জানিয়েছে, সুইডেনের ভলভো গ্রুপ একটি প্রকল্পের আওতায় চলার সময় বৈদ্যুতিক গাড়ি চার্জ করার উপযোগী একটি রাস্তা তৈরি করেছে

স্বয়ংক্রিয়ভাবে চার্জ হওয়ার এই প্রক্রিয়ায় রাস্তার উপর দুটি বৈদ্যুতিক লাইন বসানো হয়ফলে বৈদ্যুতিক গাড়ি রাস্তাটি দিয়ে চললেই চার্জ হবেসম্প্রতি ভলভো গাড়ি চার্জ হওয়ার এই প্রক্রিয়া পরীক্ষা সম্পন্ন করেছে

ভলভোর কর্মকর্তারা বলছেন, কয়েক বছর ধরে গবেষণায় তারা বৈদ্যুতিক কালেক্টর, বৈদ্যুতিক মোটর, নিয়ন্ত্রণ পদ্ধতি এবং রাস্তা নির্মাণ মেরামত করেছেনএই প্রক্রিয়ায় কোনো ব্যাটারি ব্যবহার করতে হয় নাফলে দীর্ঘপথ পাড়ি দেওয়া যাবে সহজেই

ভলভোর সঙ্গে যুক্ত থেকেছে সুইডেনের পাওয়ার কোম্পানি অ্যালস্টমআর সহযোগিতায় থেকেছে সুইডেনের এনার্জি এজেন্সি


অ্যান্ড্রয়েড ফোনের ১৪ টিপস

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমচালিত স্মার্টফোন এখন অনেকেই ব্যবহার করেন। কিন্তু অনেক ব্যবহারকারীর কাছেই এখনও অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের নানা বিষয় অজানা।
অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমচালিত স্মার্টফোন এখন অনেকেই ব্যবহার করেন। কিন্তু অনেক ব্যবহারকারীর কাছেই এখনও অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের নানা বিষয় অজানা। অ্যান্ড্রয়েডচালিত আপনার ডিভাইসটি যাতে ঠিকঠাক চালানো যায়, সে জন্য টাইম ম্যাগাজিনের প্রযুক্তিবিষয়ক সাইট টেকল্যান্ড সম্প্রতি এক প্রতিবেদনে বেশ কিছু পরামর্শ দিয়েছে। ওই প্রতিবেদনের আলোকে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য গুরুত্বপূর্ণ ১৪টি পরামর্শ নিয়েই এবারের মেইনবোর্ড।
১. হোমস্ক্রিন সাজাতে ব্যবহার করুন উইজেট
উইজেট ব্যবহার করে খুব সহজেই সাজাতে পারবেন স্মার্টফোনের হোমস্ক্রিনটি। হোমস্ক্রিন সাজাতে উইজেট ব্যবহারের জন্য মেইন অ্যাপ লঞ্চার থেকে অপশনটি সিলেক্ট করে নিন। উইজেট ব্যবহার করে আপনার পছন্দের জিনিসগুলোকে হোমস্ক্রিনে নিয়ে আসতে পারবেন। এতে করে আপনি সহজেই আপনার স্মার্টফোনটিকে ইচ্ছানুযায়ী সাজাতে পারবেন।
২. প্রয়োজনীয় নাম্বার রাখুন উইজেটে
একটি হলেও প্রয়োজনীয় ব্যক্তির নাম্বার রাখুন উইজেটে। এতে আপনার প্রয়োজনের মূহূর্তে নাম্বারটি খুঁজতে অপশনে যেতে হবে না। হোমস্ক্রিন থেকেই সরাসরি ফোন করতে পারবেন আপনি। উইজেটে নাম্বার রাখার জন্য আপনার হোমস্ক্রিন থেকে চালু করুন উইজেট এবং ডিফল্ট থেকে শর্টকার্টে পরিণত করুন উইজেটটিকে। এরপর পার্সন সিলেক্ট করে যে নাম্বারটি রাখতে চান, তা সিলেক্ট করুন।
৩. গুগল প্লের মাধ্যমে স্ট্রিম করুন মিউজিক কালেকশন
গান স্ট্রিম করে শুনতে ব্যবহার করুন গুগল প্লে। কারণ গুগল প্লে আপনাকে দেবে অসংখ্য গান শোনার এবং সেগুলোকে নিজের প্লে লিস্টে রাখার সুযোগ। এমনকি অফলাইনে থাকলেও পছন্দের গান শোনার সুযোগ রয়েছে গুগল প্লেতে।
৪. চালু রাখুন অটোমেটিক আপডেট
আপনার অ্যান্ড্রয়েড ফোনটির অ্যাপগুলোতে অটোমেটিক আপডেট চালু রাখুন। এতে করে আপনি অ্যাপগুলোর নিত্যনতুন সেবা সহজেই উপভোগ করতে পারবেন। অটোমেটিক আপডেট চালু করার জন্য ফোনে সেটিংস অপশনে ‘অটো আপডেট অ্যাপ’ নামে একটি বক্স পাবেন। এখান থেকে  চালু করে দিন অটো আপডেট।
৫. ব্যবহার করুন পছন্দের কিবোর্ড
অ্যান্ড্রয়েড ফোনগুলোতে নির্মাতারা কিবোর্ড দিয়ে দেন। কিন্তু অনেক ক্ষেত্রেই আপনার পছন্দ নাও হতে পারে সে কিবোর্ড। এক্ষেত্রে আপনি পছন্দের ও সুবিধাজনক ভার্চুয়াল কিবোর্ড ব্যবহার করতে পারবেন। অনলাইন থেকে কিনে নিন আপনার পছন্দসই কিবোর্ড। এ রকম বেশকিছু কিবোর্ড অ্যাপ রয়েছে। যেমন সুইফট কি, সোয়াইপ ইত্যাদি। কেনার আগে ফ্রি ট্রায়াল হিসেবেও ব্যবহার করতে পারবেন এ রকম কিবোর্ড।
৬. সেট করে নিন ‘গুগল নাও’
‘গুগল নাও’ এমন একটি অ্যাপ, যা প্রয়োজনীয় তথ্য স্বয়ংক্রিয়ভাবে জানিয়ে দেবে। উদাহরণ হিসেবে বলা যায়, ধরা যাক আপনি একটি রেল স্টেশনে আছেন। যদি আপনার অ্যান্ড্রয়েড ফোনটিতে ‘গুগল নাও’ ইনস্টল করা থাকে, তাহলে এটি আপনাকে স্বয়ংক্রিয়ভাবে জানিয়ে দিবে পরবর্তী ট্রেন আসার সময়। তবে এ জন্য ট্রেনের সময়সূচি অনলাইনে থাকতে হবে। এ ছাড়াও এটি আপনাকে বিভিন্ন ইভেন্টের ব্যাপারে মনে করিয়ে দেবে আগেই।
৭. ব্রাউজার হিসেবে ব্যবহার করুন গুগল ক্রোম
সাধারণত প্রায় সব অ্যান্ড্রয়েড ফোনেই ডিফল্ট ব্রাউজার হিসেবে গুগল ক্রোম দেওয়া থাকে। তারপরেও যদি আপনার অ্যান্ড্রয়েড ফোনটিতে অন্য কোনো ডিফল্ট ব্রাউজার দেওয়া থাকে তবে তা পরিবর্তন করে নিন। গুগল প্লে থেকে ডাউনলোড করে নিতে পারবেন ব্রাউজারটি। গুগল ক্রোম ব্রাউজারটি সহজ এবং দ্রুতগতিসম্পন্ন। কম্পিউটারে গুগল ক্রোম ব্যবহার করলে সেখান থেকে আপনার বুকমার্ক পেইজগুলো ক্রোমের মোবাইল অ্যাপটিতে ¯^য়ংক্রিয়ভাবে যোগ হয়ে যাবে।
৮. এসএমএস পড়তে পারেন কম্পিউটারে
অ্যান্ড্রয়েড ফোনে বেশকিছু থার্ড পার্টি সফটওয়্যার ব্যবহারকারীকে কম্পিউটারে টেক্সট মেসেজ বা এসএমএস পড়ার সুযোগ দেয়। এমনকি সরাসরি কম্পিউটার থেকে উত্তরও দেয়া যায় মেসেজগুলোর। এ রকম অ্যাপ ব্যবহার করে আপনি চাইলেও পড়তে পারেন ফোনে আসা মেসেজগুলো। এ রকম অ্যাপের ব্যাপারে টাইম ম্যাগাজিন ‘মাইটিটেক্সট’ অ্যাপটি ব্যবহারের পরামর্শ দিয়েছে। মাইটিটেক্সটের ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে পারবেন অ্যাপটি।
৯. অ্যাপ্লিকেশনে ব্যবহার করুন ‘শেয়ার’
অ্যান্ড্রয়েড ফোনটির বিভিন্ন অ্যাপে রয়েছে শেয়ারের অপশন। শেয়ারের মাধ্যমে একটি অ্যাপ আরেকটি অ্যাপের সঙ্গে সংযুক্ত হয়। উদাহরণ হিসেবে বলা যায়, আপনার মেসেজ অপশনে লেখা টেক্সটটি স্বয়ংক্রিয়ভাবে আপনার পছন্দের সোশ্যাল নেটওয়ার্কে পোস্ট করে দেবে অ্যাপ। এতে করে সাইটটিতে না গিয়েও আপনি পোস্ট করতে পারবেন। শেয়ার অপশনটি চালু রাখার মাধ্যমে এভাবেই আপনি বাঁচাতে পারবেন মূল্যবান সময়।
১০. ডাউনলোড করে নিন ম্যাপ
অফলাইনে ব্যবহারের জন্য ডাউনলোড করুন ম্যাপ। এতে করে ইন্টারনেট সার্ভিস সমস্যা করলেও আপনাকে পোহাতে হবে না কোনো ঝামেলা। কোথাও যাবার সময় বা কোনো জায়গা খুঁজে বের করতে ইন্টারনেট সার্ভিস চালুও করতে হবে না। এ কাজটি করতে মোবাইলের ম্যাপ অপশনটিতে গিয়ে সিলেক্ট করে দিন ‘মেক অ্যাভেইলেবল ফর অফলাইন’। আর ম্যাপের যে অংশটি ডাউনলোড করতে চান, তা জুম করে ‘ডান’ অপশনটি সিলেক্ট করুন।
১১. ছবি স্থানান্তরে পিসির সঙ্গে ফোন সংযুক্ত করুন
ছবি দ্রুত স্থানান্তরের জন্য পিসির সঙ্গে সংযুক্ত করতে পারেন অ্যান্ড্রয়েড ফোনটি। দ্রুত ছবি স্থানান্তরের জন্য ফোনটিকে পিসির ইউএসবি পোর্টের মাধ্যমে সংযুক্ত করুন। তারপর ফাইল ব্রাউজারে ইন্টারনাল স্টোরেজ ফোল্ডারটিতে ক্লিক করুন। সেখানে পাবেন ‘ডিসিআইএম’ নামের ফোল্ডার, যেখানে পাবেন অ্যান্ড্রয়েড ফোনের সব ছবি। এখান থেকেই দ্রুত ছবি স্থানান্তর করতে পারবেন পিসিতে।
১২. স্বয়ংক্রিয়ভাবে ছবি ব্যাকআপ রাখুন
আপনার অ্যান্ড্রয়েড ফোনটিতে থাকা ছবি স্বয়ংক্রিয়ভাবে ব্যাকআপ রাখতে পারেন চাইলেই। এ কাজটি করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে ‘গুগল প্লাস’। এ জন্য আপনাকে যা করতে হবে, তা হল গুগল প্লাস অ্যাপটি চালু করে সেটিংসে গিয়ে ‘ইন্সট্যান্ট ফটো আপলোড’ অপশনটি চালু করতে হবে। এরপর থেকে আপনার সব ছবির ব্যাকআপ রাখবে অ্যাপটি।
১৩. রিমোট ওয়াইপের জন্য ব্যবহার করুন অ্যাপ
অ্যান্ড্রয়েড ফোনে রিমোট ওয়াইপ ফিচারটি নেই। তাই আপনার ফোনটি হারিয়ে গেলে আপনার ব্যক্তিগত তথ্য অন্য ব্যক্তির হাতে পড়ার সম্ভাবনা রয়েছে। এ ঝামেলা থেকে রক্ষা পেতে ব্যবহার করুন রিমোট ওয়াইপ সম্বলিত থার্ড পার্টি অ্যাপ। এ রকম অ্যাপের মাধ্যমে আপনি সহজেই হারিয়ে যাওয়া ফোনের সব ডেটা মুছে ফেলতে পারবেন। টাইম ম্যাগাজিন রিমোট ওয়াইপ অ্যাপ হিসেবে ‘অ্যান্ড্রয়েড লস্ট’ অথবা ‘সিরবিরাস’ ডাউনলোডের পরামর্শ দিয়েছে। অ্যাপগুলো ট্রায়াল ভার্সন হিসেবেও ব্যবহার করার সুযোগ রয়েছে।
১৪. সুযোগ নিন রিফান্ডের
যে কোনো অ্যাপ কেনার পর ১৫ মিনিট সুযোগ থাকে অ্যাপটি পরীক্ষা করার। যদি এ ১৫ মিনিটে আপনি বুঝতে পারেন, অ্যাপটি আপনার প্রয়োজন মেটাতে সক্ষম নয়; তাহলে অ্যাপটি ফিরিয়ে দিতে পারবেন। আর অ্যাপটি কিনতে ব্যবহৃত অর্থ ফেরত পেতে গুগল প্লের রিফান্ড সুযোগটি কাজে লাগান। এ জন্য আপনাকে গুগল প্লে থেকে যে অ্যাপটির মূল্য ফেরত পেতে চাচ্ছেন, সে পেইজে যেতে হবে। সেখানে আপনি রিফান্ড নামে একটি অপশন পাবেন। অপশনটিতে ক্লিক করলে আপনার ফোনে অ্যাপ্লিকেশনটি আনইনস্টল হয়ে যাবে এবং ফেরত  আসবে ব্যবহৃত অর্থ।

সবচেয়ে পাতলা স্মার্টফোন হুয়াওয়েই

বিশ্বের সবচেয়ে পাতলা স্মার্টফোন এবার বানানোর দাবি করল চীনা প্রতিষ্ঠান হুয়াওয়েই। সংবাদ সংস্থা বিবিসির খবরে প্রকাশ, চীনা টেলিকম পণ্য নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়েই সম্প্রতি ‘অ্যাসেন্ড পি-৬’ নামে একটি স্মার্টফোন নিয়ে এসেছে। প্রতিষ্ঠানটি এই স্মার্টফোনকে বিশ্বের সবচেয়ে পাতলা স্মার্টফোন হিসেবে দাবি করেছে।
অ্যান্ড্রয়েডনির্ভর অ্যাসেন্ড পি-৬ স্মার্টফোনটি মাত্র ৬.১৮ মিলিমিটার পুরু। এতে রয়েছে ১.৫ গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসর, ৮ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ, ৮ মেগাপিক্সেল পেছনের ক্যামেরা, ৫ মেগাপিক্সেল সামনের ক্যামেরা এবং ৪.৭ ইঞ্চি টাচস্ক্রিন। এতে আরও থাকছে অ্যান্ড্রয়েড জেলি বিন ৪.২.২ সর্বশেষ সংস্করণের অপারেটিং সিস্টেম। ধারণা করা হচ্ছে, স্মার্টফোনটি অ্যাপল ও স্যামসাংয়ের সর্বাধুনিক স্মার্টফোনের প্রতিদ্বন্দ্বী হিসেবে বাজারে আনা হয়েছে।
স্মার্টফোনটির দাম পড়বে প্রায় ৬০০ মার্কিন ডলার। জুলাই মাসে বিশ্বের ১৯টি দেশে এটি পাওয়া যাবে। এরপর বাংলাদেশসহ আরও শতাধিক দেশের বাজারে আসবে স্মার্টফোনটি।

Thursday, June 20, 2013

নকিয়া বিক্রি হচ্ছে, কিনছে হুয়াওয়ে!


বিক্রি হচ্ছে নকিয়া। আর ক্রেতা চীনের বিখ্যাত প্রযুক্তিপণ্য নির্মাতা হুয়াওয়ে। এ নিয়ে গুঞ্জন চলছে অনেক দিনে ধরেই। তবে আন্তর্জাতিক এবং নির্ভরযোগ্য সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করলে নড়েচড়ে বসে এ দুই শীর্ষ নির্মাতা।

তবে এ দুই বিখাত নির্মাতার শীর্ষ কর্তাদের কণ্ঠে সুস্পষ্ট কোনো আভাস পাওয়া যায়নি। কেউই এ বিষয়ে মন্তব্য করতে নারাজ। এদিকে হুয়াওয়ের সহ-সভাপতি বিল প্লামমার অবশ্য গণমাধ্যমের মুখোমুখি না হলেও অভ্যন্তরীণভাবে এর সত্যতা নেই বলে জানিয়েছেন।

অন্যদিকে হুয়াওয়ের কনজিউমার বিজনেসের মুখপাত্র রিচার্ড ইউ বলেন, এ ধরনের বিষয়ে আগে থেকে মন্তব্য করা কঠিন। কিন্তু ব্যবসার সুসম্প্রসারণে এ ধরনের উদ্যোগ এবং প্রচেষ্টা অব্যাহত থাকে। আর এক্ষেত্রে শুধু হুয়াওয়ের আগ্রহই যথেষ্ট নয়। নকিয়ারও সদিচ্ছার বিষয়টি গুরুত্বপূর্ণ।

নকিয়ার তরফ থেকে এ বিষয়ে কোনো মন্তব্যই করা হয়নি। তবে এ খবরে নিউ ইয়র্ক পূঁজিবাজারে নকিয়ার শেয়ারমূল্য হুট করেই ১৭ সেন্ট বেড়ে গেছে। ফলে এ খবরে নকিয়ারই তাৎক্ষণিক লাভ হয়েছে বেশি।

সুদমুক্ত কিস্তিতে নকিয়া ফোন


এখন থেকে দেশের সব নকিয়ার স্টোর থেকে ক্রেডিট কার্ডের মাধ্যমে কিস্তিতে নকিয়া ফোন কেনার সুযোগ পাবেন গ্রাহকেরা। তবে এ সুবিধা পেতে কিছু সহজ শর্ত আছে। নকিয়া সূত্র এ তথ্য দিয়েছে।


এ জন্য ১০ হাজার টাকার বেশি মূল্যমানের নকিয়া হ্যান্ডসেট কিনতে হবে। আর ক্রেডিট কার্ডের সুবিধা পাওয়া যাবে স্ট্যান্ডার্ড চার্টাড, ব্র্যাক, ব্যাংক এশিয়া এবং দ্য সিটি ব্যাংকের [অ্যামেক্স] মাধ্যমে। এ সুযোগ দেশের ২৭টি নকিয়া স্টোর থেকে যে কোনো আগ্রহী ক্রেতা উপভোগ করতে পারবেন।



প্রসঙ্গত, ৩, ৬ বা ১২ মাসের সমপরিমাণ কিস্তির সুযোগে গ্রাহকেরা নকিয়া ফোন সেট কিনতে পারবেন। এ কিস্তির সুবিধা একেবারেই সুদমুক্ত। নকিয়া সেটভিত্তিক এ অফার সম্পর্কে জানতে কাছাকাছি নকিয়া আউটলেটে তথ্য পাওয়া যাবে।



নকিয়া বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার রাদি আহমেদ চৌধুরী বলেন, নকিয়া গ্রাহকের জন্য আউটলেটের মাধ্যমে কিস্তিতে মোবাইল ফোন কেনার সুযোগ তৈরি করেছে। ক্রেডিট কার্ডে কিস্তিতে নকিয়া ফোন কেনার নতুন ব্যবস্থায় অন্য যে কোনো সময়ের চাইতে অনেক বেশি সংখ্যক গ্রাহক এখন নিজেদের পছন্দমতো নকিয়া সেট কিনে নিতে পারবেন।

‘বিজনেস সফটওয়্যার শোকেস’ করছে বেসিস


বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) উদ্যোগে তৈরি পোশাক শিল্পের জন্য দু দিনব্যাপী ‘বিজনেস সফটওয়্যার শোকেস’ প্রদর্শনী শুরু হচ্ছে। আসছে ২২ এবং ২৩ জুন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা অবধি কাওরানবাজার বিডিবিএল ভবনে অবস্থিত বেসিস মিলনায়তনে এ প্রদর্শনী সাধারণ দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।  

সুনির্দিষ্ট বিষয় বা শিল্পভিত্তিক সফটওয়্যার প্রদর্শনীর লক্ষ্যে বেসিসের উদ্যোগে নিয়মিত অয়োজনের অংশ হিসেবে এ প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। দু দিনব্যাপী এ প্রদর্শনীতে শুধু গার্মেন্টস ও টেক্সটাইলস সফটওয়্যার প্রদর্শন করা হবে। এ আয়োজনের মূল প্রতিপাদ্য হচ্ছে ‘আসুন, তুলনা করুন এবং বেছে নিন।

প্রসঙ্গত, বছরজুড়ে বেসিস প্রতিমাসেই এ ধরনের প্রদর্শনীর পরিকল্পনা নিয়েছে। এরই ধারাবাহিকতায় গত ২৫ থেকে ২৭ মে ‘বিজনেস সফটওয়্যার শোকেস’ প্রদর্শনীতে শুধু আকাউন্টিং সফটওয়্যার প্রদর্শন করা হয়। এখানে ১৩টি বেসিস সদস্য কোম্পানি অংশগ্রহণ করে।

বিপুল সংখ্যক দর্শনার্থীদের আগমন, বিভিন্ন সফটওয়্যার কোম্পানির উদ্যোক্তা ও নীতিনির্ধারক ব্যক্তিদের উপস্থিতি এবং অংশগ্রহণকারী কোম্পানিগুলোর ইতিবাচক প্রতিক্রিয়া এ আয়োজনকে অনুপ্রাণিত করে।

এর আগে বেসিস এডুকেশন ম্যানেজমেন্ট সফটওয়্যার, হেলথকেয়ার ম্যানেজমেন্ট সফটওয়্যার এবং রিয়েল এস্টেট ম্যানেজমেন্ট সফটওয়্যারের ওপর ভিত্তি করে এ ধরনের প্রদর্শনী আয়োজন করে বেশ সাড়া পেয়েছে।  এবারের প্রদর্শনীতে ১২টি বেসিস সদস্যপ্রতিষ্ঠান যারা গার্মেন্টস ও টেক্সটাইলস সফটওয়্যার তৈরি ও বিপণন করে থাকে তারা অংশপ্রহণ করছে। একটি নির্দিষ্ট জায়গায় একই ধরনের সফটওয়ারের তুলনামূলক বৈশিষ্ট্য এবং প্রতিযোগিতামূলক মূল্য সম্পর্কে দর্শনার্থীদের সুস্পষ্ট ধারণা দিতেই বেসিসের এ নিয়মিত প্রদর্শনীর আয়োজন।

বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিলের (আইবিপিসি) সহায়তায় আয়োজিত এ প্রদর্শনী এবার স্পন্সর করছে সিসটেক ডিজিটাল এবং মেট্রোনেট বাংলাদেশ।

বাংলাদেশ তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএয়ের সভাপতি প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর উদ্বোধন করবেন বলে আয়োজকেরা জানিয়েছে। আগ্রহীরা (www.basis.org.bd) এ সাইটে গেলে তৈরি পোশাক শিল্পে ব্যবহৃত সফটওয়্যার সম্পর্কে বেশ কিছু প্রয়োজনীয় তথ্য পাবেন।

অনলাইন বিজ্ঞাপনে সুদিন আনছে গুগল


গুগল মানেই অনলাইন বিশ্বের অধিপতি। নিত্যনতুন সব উদ্ভাবনী কৌশল আর ভাবনার ছন্দে ভোক্তাদের মাতিয়ে রাখতে গুগল সর্বদাই মুখর। এবারে তাই বিজ্ঞাপন দুনিয়ায় ‘লিস্টিং অ্যাড’ সেবার জানান দিল গুগল। সংবাদমাধ্যম সূত্র এ তথ্য দিয়েছে। 

এখন থেকে গুগল সার্চেই মিলবে একই ঘরানার পণ্যের হাজারো ব্র্যান্ড আর দামের খোঁজখবর। একে গুগল ‘প্রোডাক্ট লিস্টিং অ্যাড’ বলছে। এখানে পণ্যের ছবি, দাম আর ব্র্যান্ডের বৈশিষ্ট্য তথ্যচিত্র আকারে তুলে ধরা হবে। এ সেবা শুধু অনলাইনে নয়, বরং অফলাইনেও পাওয়া যাবে। গুগল দিয়েই এখন মিলবে পণ্যের অজানা আর প্রয়োজনীয় সব তথ্য। এমনকি দামটাও যাচাই করা যাবে চটজলদি। তবে এ সেবা প্রথমে চালু করা হচ্ছে ভারতের গুগল সার্চ ইঞ্জিন ব্যবহারকারীদের জন্য।

নতুন ধরনের এ পণ্যভিত্তিক সার্চ সুবিধার মাধ্যমে শুধু ব্র্যান্ড নয়, অনলাইন সংবাদমাধ্যমগুলোও বিজ্ঞাপনে নতুন বাজার খুঁজে পাবে। আর তাতে অনলাইন পণ্য ক্রেতাদের শতভাগ সন্তুষ্টি অর্জন করে যাচাই-বাছাইয়ের ঝুটঝামেলাই থাকবে না। এরই মধ্যে ভারতের আগ্রহীরা ক্রেতারা (Google.co.in) সাইটে গিয়ে পছন্দের পণ্য খোঁজার সুবিধা উপভোগ করতে পারবেন। শুরু স্বল্প পরিসরে থাকলেও অচিরেই এ সেবার পরিসর বাড়ানো হবে। দেশভিত্তিক গুগল সার্চের ডানদিকে ‘স্পন্সরড’ নামে এ বিশেষ বিজ্ঞাপনী লিঙ্ক দৃশ্যমান হবে।

এতে বিজ্ঞাপনের বাজারে অনলাইনের দৌরাত্ব আরও অনেক গুন বেড়ে যাবে। আর তাতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে গুগল। এতে পরোক্ষভাবে অনলাইন সংবাদমাধ্যমগুলোর বিজ্ঞাপন প্রচার ও প্রসারের সুযোগ তৈরি হবে। কারণ গুগলে বিজ্ঞাপিত পণ্যের অ্যাড যদি কোনো অনলাইন সংবাদমাধ্যমে দেওয়া হয়, তাহলে ওই সাইটও সার্চ ইঞ্জিনের আওতায় চলে আসবে।

এতে বিশ্বব্যাপী, দেশভিত্তিক এবং সাইটনির্ভর সার্চ ইজ্ঞিনে অপটিমাইজেশনের (এসইও) ব্যাপক চাহিদা এবং কর্মীর প্রয়োজন তৈরি হবে। ফলে অনলাইন বিজ্ঞাপনে নতুন ধারা আনছে গুগল।

নব্য ধারণার এ সার্চ সুবিধার মাধ্যমে বিজ্ঞাপনদাতা এবং ক্রেতার মধ্যে সুসম্পর্ক এবং বিপণন প্রক্রিয়া গতিশীল হবে বলে। এমনটাই বলছেন বাজার গবেষকেরা। সার্চ দিয়ে এখানে শুধু পণ্যের ছবি নয়, বরং একটি নির্দিষ্ট তালিকার আদলে প্রতিটি পণ্য সম্পর্কে সুবিস্তারিত তথ্য পাওয়া যাবে।

ফলে অনলাইননির্ভর গণমাধ্যমগুলোতে বিজ্ঞাপনের নতুন ক্ষেত্র তৈরি হচ্ছে। যদিও এর নেতৃত্ব দেবে গুগল। কিন্তু সুফলটা ভোগ করবে পুরো অনলাইন গণমাধ্যমও। আর এ উদ্যোগ অনলাইন সংবাদমাধ্যমগুলোর জন্য দারুণ এক বিজ্ঞাপনের বাজার তৈরি করছে গুগল।

Recent Posts

`
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More