ইন্টারনেটভিত্তি জনপ্রিয় ই-মেইল সেবা জিমেইলেই নিজের ফেসবুক ও টুইটারের অ্যাকাউন্ট দেখে নেওয়া যায়। এ জন্য প্রথমে আপনাকে জিমেইলে ঢুকতে হবে। এরপর সেটিংস থেকে ল্যাবে যেতে হবে। Add any gadget by URL সক্রিয় (অ্যানাবল) করে সেভ করুন। আবার সেটিংস থেকে গেজেটে যেতে হবে।


এরপর http://hosting.gmodules.com/ ig/gadgets/file/ 104971404861070329537/facebook.xml ঠিকানা লিখে দিতে হবে এবং অফ বাটনে ক্লিক করতে হবে। এখন জিমেইলের বাঁ দিকে ফেসবুক দেখা যাবে। এখানে ব্যবহারকারীর নাম ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। এটি একটি মোবাইল সংস্করণ হিসেবে দেখা যাবে। বড় করে দেখার জন্য Expand-এ ক্লিক করতে হবে।
0 মন্তব্য:
Post a Comment