Thursday, February 4, 2010

মোবাইলের দাম কমালো নকিয়া

শীর্ষ হ্যান্ডসেট নির্মাতা নকিয়া করপোরেশন বিশ্বব্যাপী তাদের হ্যান্ডসেটের দাম কমিয়েছে। প্রতিদ্বন্দ্বী স্যামসাং ও সনি এরিকসন হ্যান্ডসেটের দামের সঙ্গে সংগতি রাখতেই প্রায় সব মডেলের হ্যান্ডসেটের দাম কমিয়েছে প্রতিষ্ঠানটি। 

জানুয়ারি মাসের শেষ সপ্তাহে এ মূল্যহ্রাসের ঘোষণা দিয়েছে তারা।
নকিয়া এক বিবৃতিতে জানিয়েছে, প্রতিবছর কিছু নির্দিষ্ট মডেলের হ্যান্ডসেটের দাম কমায় নকিয়া। এবার প্রায় সব হ্যান্ডসেটেই ১০ শতাংশ পর্যন্ত দাম কমানো হলো। 
অক্টোবর-ডিসেম্বর ত্রৈমাসে প্রায় ১২ কোটি ৬৯ লাখ হ্যান্ডসেট বিক্রি করেছে নকিয়া। আগের ত্রৈমাস থেকে এই পরিমাণ ৬০ শতাংশ বেশি।

0 মন্তব্য:

Post a Comment

Recent Posts

`
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More