স্মার্টফোনের পর এবার উচ্চগতির ইন্টারনেট সেবা চালু করতে যাচ্ছে গুগল। বুধবার গুগলের ব্লগে প্রতিষ্ঠানটির এক মুখপাত্র এ তথ্য জানান। পরিকল্পনা অনুযায়ী যুক্তরাষ্ট্রের প্রায় পাঁচ লাখ বাড়িতে ফাইবার অপটিক নেটওয়ার্ক সংযোগের মাধ্যমে উচ্চ গতির ব্রডব্যান্ড সেবা পেঁৗছে দেবে গুগল। এ ইন্টারনেট সংযোগের মাধ্যমে ব্যবহারকারীরা এক গিগাবাইট/সেকেন্ড গতিতে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। এ গতি যুক্তরাষ্ট্রে প্রচলিত ইন্টারনেটের গতির তুলনায় ১০০ গুণ বেশি। তবে কবে নাগাদ এ ব্যবস্থা কার্যকর হবে, জানায়নি গুগল। পরিকল্পনা কার্যকর করার আগে পরীক্ষামূলক কিছু প্রকল্প চালাবে প্রতিষ্ঠানটি। গুগল জানিয়েছে, এ নেটওয়ার্ক ব্যবহার করে ইন্টারনেট ব্যবহারকারীরা মাত্র পাঁচ মিনিটে একটি পূর্ণদৈর্ঘ্য সিনেমা ডাউনলোড করতে পারবে। সেই সঙ্গে প্রত্যন্ত অঞ্চলের ক্লিনিকগুলো খুব সহজেই ত্রিমাত্রিক মেডিক্যাল ইমেজ ওয়েবে পাঠাতে পারবে। নিজস্ব কাজেই গুগল এত দিন নিজস্ব ফাইবার অপটিক নেটওয়ার্ক ব্যবহার করে আসছিল। গুগলের ইন্টারনেট সেবার মধ্য দিয়ে ব্রডব্যান্ড ইন্টারনেট গতিতে পিছিয়ে থাকা যুক্তরাষ্ট্র পরবর্তী প্রজন্মের ইন্টারনেট যুগে প্রবেশ করবে বলে মনে করা হচ্ছে।
বারাক ওবামা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে অভিষেকের এক মাসের মধ্যে যুক্তরাষ্ট্রে উন্নত ব্রডব্যান্ড অবকাঠামো গড়ে তোলার জন্য ৭২০ কোটি মার্কিন ডলারের প্রকল্প ঘোষণা করেছিলেন।

0 মন্তব্য:
Post a Comment