Friday, February 19, 2010

মাত্র ১৫ ডলারে মোবাইল

বিশ্বের সবচেয়ে কম দামি মোবাইল ফোন তৈরি করেছে যুক্তরাজ্যের হ্যান্ডসেট নির্মাতা ভোডাফোন। বার্সেলোনার মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে এই মোবাইল ফোনসেট উদ্বোধন করেছে তারা। 'ভোডাফোন ১৫০' মডেলের এই মোবাইল ফোনসেটের দাম মাত্র ১৫ ডলার। ভারত, তুরস্ক, কেনিয়া, ঘানা, লেসোথোসহ আফ্রিকার আটটি দেশের বাজারে শিগগিরই ছাড়া হবে এ হ্যান্ডসেট।
উন্নয়নশীল দেশগুলোর জন্যই এ ফোনসেট তৈরি করা হয়েছে, জানিয়েছে ভোডাফোন কর্তৃপক্ষ। সেটটির উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে এটি বিল্ট ইন মোবাইল পেমেন্ট ব্যবস্থা সমর্থন করে।


বিভিন্ন দেশে ভোডাফোনের এক কোটিরও বেশি গ্রাহক মোবাইল ব্যাংকিং সুবিধা ভোগ করছে। এই সেবাকে উন্নয়নশীল দেশের মানুষের কাছে পেঁৗছে দিতে 'ভোডাফোন ১৫০' সেটটি বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করছে প্রতিষ্ঠানটি।
'ভোডাফোন ১৫০' মডেলের পাশাপাশি কম দামের আরেকটি সেট বাজারে ছেড়েছে প্রতিষ্ঠানটি। 'ভোডাফোন ২৫০' মডেলের সেটটির দাম পড়বে ২০ মার্কিন ডলার। এতে রয়েছে রঙিন পর্দা এবং এফএম রেডিও সুবিধা।

0 মন্তব্য:

Post a Comment

Recent Posts

`
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More