
আমরা অনেকেই Internet Download Manager(IDM) এর মাধ্যমে ফাইল ডাউনলোড করে থাকি। এর মাধ্যমে খুব সহজে ফাইল ডাউনলোড করা যায় বলে এটা খুব জনপ্রিয়। এতে ডাউনলোড এর গতি নির্দিষ্ট করে দেওয়া যায়। একটি ডাউনলোড শুরু করার জন্য ডাউনলোড অপশন থেকে Create new download-এ যেতে হবে। সেখানে Advanced বাটন ক্লিক করলে খরস it traffic চেকবক্স আসবে। এরপর যে গতিতে ফাইল ডাউনলোড করতে ইচ্ছুক তা ঠিক করে দিতে হবে। ব্যাস কাজ শেষ।
0 মন্তব্য:
Post a Comment