
তা আমরা করি ইংরেজীতে। অনেক সময় আমরা যা বোঝাতে চাই তা ঠিকমত ইংরেজিতে লিখতে পারিনা। অথবা যাকে পাঠাই সে সঠিক অর্থ বুঝিনা। এর জন্য অনেক সমস্যা হয়। তাই আমরা যদি বাংলায় মেইল করতে পারি তাহেলে কেমন হয়? নিচে দুটো ওয়েবসাইটের এড্রেস দেয়া হলো যারা বাংলায় মেইল পাঠানোর সুবিধা দিয়ে থাকে। তবে আপনার পিসিতে যদি বাংলা ইউনিকোডে লেখার সফটওয়্যার(যেমন: অভ্র, ইউনিজয়) ইনস্টল থাকে তাহলে যে কোন মেইল সার্ভিসেই বাংলায় মেইল লেখা সম্ভব।
http://www.banglalive.com
http://www.banglaexpress.org
1 মন্তব্য:
Socialbangla.com
This site carry Online Converter
Home page
Post a Comment