
বাজারে প্রভাব খাটিয়ে অন্যান্য প্রতিযোগী প্রতিষ্ঠান ও নতুন প্রতিষ্ঠানগুলোকে দমিয়ে রাখার অভিযোগ এসেছে বিশ্বের এক নম্বর মাইক্রোপ্রসেসর কোম্পানি ইনটেলের বিরুদ্ধে। এই অভিযোগটি এনেছে যুক্তরাষ্ট্র সরকারের ফেডারেল ট্রেড কমিশন । অভিযোগে বলা হয়েছে, ইনটেল অন্যান্য প্রতিষ্ঠানের কর্মক্ষমতা আর কার্যকারিতা কমিয়ে দিচ্ছে। অপরদিকে ইনটেল এফটিসির এই মামলাকে বর্ণনা করেছে ‘মিসগাইডেড’ বলে।
জানা গেছে, নভেম্বর মাসে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান এএমডি বা আ্যাডভান্স মাইক্রো ডিভাইসের সাথে ১.২৫ বিলিয়ন ডলারের একটি চুক্তি করে ইনটেল। এতে এএমডির সঙ্গে তাদের প্রতিদ্বন্দ্বিতার অবসান ঘটে। এই ঘটনায় এএমডির শেয়ারের দাম শতকরা ৫.২ ভাগ বেড়েছে। আর ইনটেলের শেয়ারের দাম কমেছে শতকরা ০.৭ ভাগ।
এই মামলাটি করা হয়েছে যাতে করে ইনটেল বাজার ধরে রাখতে হুমকি, অন্যান্য প্রতিষ্ঠানের অফিসারদের উস্কানি, প্রতিযোগিতার ক্ষতি বা অন্য কোন অসৎ কাজ করতে না পারে। এফটিসির অভিযোগে আরো বলা হয়েছে, ইনটেল হুমকি ও পুরস্কার দুটোর ব্যবস্থাই রেখেছে তাদের বাজার ধরে রাখার জন্য।
-বিডিনিউজ
0 মন্তব্য:
Post a Comment