Thursday, December 24, 2009

ইংরেজি ছাড়াও অন্য ভাষায় লেখা যাবে ওয়েব ঠিকানা

ইংরেজি ছাড়াও অন্যান্য ভাষায় ওয়েবসাইটের ঠিকানা বা ডোমেইন নাম লেখার বিষয়টি অবশেষে অনুমোদন পেয়েছে।৪০ বছর আগে ইন্টারনেট চালু হওয়ার পর এটাকেই সবচেয়ে বড় পরিবর্তন বলেমনে করছেন পর্যবেক্ষকেরা। গত শুক্রবার দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে ডোমেইন নাম বরাদ্দকারী মার্কিন প্রতিষ্ঠান ইন্টারনেট করপোরেশন ফর অ্যাসাইনড নেমস অ্যান্ড নাম্বারসের (আইসিএএনএন) বার্ষিক সভায় বিষয়টি অনুমোদন পায়। এর ফলে ইংরেজিসহ আরবি, কোরীয়, জাপানি, গ্রিক ও হিন্দি ভাষায় ডোমেইন নাম লেখা যাবে। ইন্টারন্যাশনালাইজড ডোমেইন নেমসের (আইডিএনএস) এই পরিকল্পনাটি গত বছরের জুন মাসে পরীক্ষার জন্য অনুমোদন করা হয়। এর পর থেকেই এর পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়। অবশেষে এই পরীক্ষামূলক অনুমোদনের দুই বছর পর তা পূর্ণাঙ্গভাবে অনুমোদন করা হয়েছে। আগামী বছরের মাঝামাঝি থেকে আইডিএনএস অন্যান্য ভাষার ডোমেইন চালু করার ব্যাপারটি শুরু করবে।


যদিও চীন ও থাইল্যান্ডে অনেক দিন ধরেই নিজস্ব ভাষায় ডোমেইন লেখার কাজটুকু হয়েছিল; তবে এত দিন সারা বিশ্বে কম্পিউটারের ব্যবহারের ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে এর অনুমোদন ছিল না। আইসিএএনএনের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা রড বেকস্ট্রম বলেন, এই পরিবর্তনের বিষয়টি অনুমোদিত হওয়ার ফলে ইংরেজি ছাড়া অন্য ভাষায় ডোমেইন নাম-সুবিধা পাবেন ব্যবহারকারীরা। আগামী বছরের মাঝামাঝিতে অন্য ভাষার ডোমেইন নাম-সুবিধা দেওয়া সম্ভব হবে। তিনি জানান, বিশ্বজুড়ে এখন ১৬০ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করে। তাদের অর্ধেকেরও বেশি ইংরেজি ছাড়া অন্য ভাষাভাষির মানুষ। তাদের জন্য অন্য নামে ডোমেইন নাম চালু করার ফলে চলতি সময়ের চেয়ে ইন্টারনেটের ব্যবহারের ব্যাপ্তি ভবিষ্যতে আরও বাড়বে।

0 মন্তব্য:

Post a Comment

Recent Posts

`
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More