Saturday, November 21, 2009

যারা রাতে ঘুম থেকে উঠে পানি খান তাদের জন্য সুখবর!!!

রাতে অন্ধকারে ঘুমের ঘোরে বিছানার পাশে অথবা টেবিলে ঢেকে রাখা গ্লাস থেকে পানি খেতে গিয়ে যারা অসাবধানে গ্লাসটিই ফেলে দিয়েছেন, দেখতে না পেয়ে; তাদের জন্য একটা সুখবর আছে। সুখবরটা হলো এবার তাদের জন্যই এসেছে লাইটকাপ! বিষয়টি আরো একটু পরিস্কার করেই বলি। লাইটকাপ হচ্ছে একইসঙ্গে একটি পানীয় পানের কাপ এবং নাইট লাইট, যেটি অন্ধকারে আপনাআপনিই জ্বলে ওঠে এবং খুবই মৃদু আলো ছড়ায়।






এ কাপের তলার আছে আলো বিষয়ক সরঞ্জামাদি। একটি গোলাকৃতি কয়েন দিয়ে এটি চালু করা হয়। এর পর থেকে এটি আলো কমে গেলেই আপনাআপনি জ্বলে ওঠে। এর ভেতরের ইলেকট্রনিক অংশটি একটি ভালভের মাধ্যমে পানি ধারক অংশ থেকে আলাদা করা আছে।

উল্লেখ্য, একের ভেতরে দুই এই নাইটলাইট এবং কাপ মিলে লাইটকাপ প্রস্তুতকারী কোম্পানিটি জানিয়েছে এটি নাকি ডিশওয়াসারেও ধোয়া যাবে।

এই লাইটকাপটির দাম ধরা হয়েছে ৯.৫ পাউন্ড।


0 মন্তব্য:

Post a Comment

Recent Posts

`
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More