
রাতে অন্ধকারে ঘুমের ঘোরে বিছানার পাশে অথবা টেবিলে ঢেকে রাখা গ্লাস থেকে পানি খেতে গিয়ে যারা অসাবধানে গ্লাসটিই ফেলে দিয়েছেন, দেখতে না পেয়ে; তাদের জন্য একটা সুখবর আছে। সুখবরটা হলো এবার তাদের জন্যই এসেছে লাইটকাপ! বিষয়টি আরো একটু পরিস্কার করেই বলি। লাইটকাপ হচ্ছে একইসঙ্গে একটি পানীয় পানের কাপ এবং নাইট...