যুক্তরাষ্ট্রের এক
নিরাপত্তা বিশেষজ্ঞ জানিয়েছেন,
নিরাপত্তার কাজে ব্যবহৃত উন্নত প্রযুক্তির সিসি ক্যামেরার
নিরাপত্তা ব্যবস্থায় ত্রুটি রয়েছে।
এর সুযোগ নিয়ে এগুলো হ্যাক করা সম্ভব বলে এক প্রতিবেদনে
জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
সিসি ক্যামেরার এ ত্রুটি বের
করেছেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের সাবেক কর্মকর্তা ও
বর্তমানে একটি প্রাইভেট সিকিউরিটি ফার্মে কর্মরত ক্রেইগ হেফনার। তিনি জানান, উন্নত
প্রযুক্তির এ ক্যামেরাগুলোতে বেশকিছু ‘বাগ’ রয়েছে। তিনি আরও জানান, সিসকো, ডি-লিংক
এবং ট্রেন্ডনেটের মতো প্রতিষ্ঠানের নির্মিত ভিডিও সার্ভিলিয়েন্স যন্ত্রতেও এ বাগ
রয়েছে।
হেফনার বিষয়টিকে
গুরুত্বপূর্ণ হুমকি হিসেবে দেখছেন। তিনি জানান, এর সুযোগ নিয়ে যে কেউ ক্যামেরার
ভিডিও দেখতে পারবে। এ ছাড়াও তিনি জানান, এ দুর্বলতার সুযোগে যে কেউ নেটওয়ার্কে
প্রবেশ করে অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থায় আক্রমণ করতে পারে।
হেফনার জানিয়েছেন, এ
বিষয়টি নিয়ে তিনি আসন্ন ব্ল্যাক হ্যাট হ্যাকিং সম্মেলনে বিস্তারিত আলোচনা করবেন।
0 মন্তব্য:
Post a Comment